Euro Cup 2024 Quarterfinals Schedule: চলতি উয়েফা ইউরো কাপে দেখতে দেখতে প্রি কোয়ার্টার ফাইনাল পর্বও শেষ হত চলল। আজ, মঙ্গলবার রাতে রোমানিয়া বনাম নেদারল্যান্ডস এবং তুরস্ক বনাম অস্ট্রিয়া ম্যাচ হয়ে গেলেই শেষ ষোলো পর্বের খেলা শেষ হবে। ইতিমধ্যেই ৬টি দেশ কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে। এখনও পর্যন্ত চলতি ইউরোয় প্রি কোয়ার্টার ফাইনাল পর্বে বড় কোনও অঘটন হয়নি। গতবারের চ্যাম্পিয়ন ইতালি-র সুইসদের কাছে হেরে বিদায় নেওয়াটাকে অঘটন বলা যাবে না। কারণ গ্রুপ পর্বে বা সাম্প্রতিক অতীতে ইতালি তেমন ভাল খেলতে পারছিল না। বরং দল হিসেবে সুইজারল্যান্ড ভারসাম্য বেশী ছিল।

তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সহ তারকা ঠাসা পর্তুগালের বিরুদ্ধে স্লোভেনিয়ার লড়াইটা ছিল দেখার মত। শেষ পর্যন্ত টাইব্রেকারে রোনাল্ডোরা কোনওরকমে জিতলেও ফিফা ব়্যাঙ্কিংয়ে ৫৭ তম স্থানে থাকা স্লোভিনিয়া হৃদয় জিতলও। একই কথা বলা যায় স্লোভাকিয়াকে নিয়েও । ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার ৯৫ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল স্লোভাকিয়ান-রা। কিন্তু বেলিংহ্যামের মুহূর্তের ঝলকানিতে একেবারে শেষ মূহূর্তে খেলার ফল ১-১ হয়ে যায়। এরপর এক্সট্রা টাইমে অধিনায়ক হ্যারি কেনের গোলে শেষ আটে ওঠে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ সুইজারল্য়ান্ড। আরও পড়ুন-শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি অস্ট্রিয়া বনাম তুরস্ক; কখন, কোথায় দেখবেন জানুন এক ক্লিকে

বেলজিয়ামের বিরুদ্ধে আত্মঘাতী গোলে ফ্রান্সের জয়টাও কষ্টার্জিত বলা যায়। তবে অর্ধেকটা ফিট এমবাপেকে নিয়ে শেষ আটে পৌঁছতে পারে ফিফা বিশ্বকাপের গত দুবারের ফাইনালিস্টরা স্বস্তি-তে। ফরাসিরা সেমিফাইনালে ওঠার ম্যাচে খেলবে রোনাল্ডোর পর্তুগালের বিরুদ্ধে। তবে এবারের ইউরোয় সবচেয়ে ভাল ফর্মে দেখাচ্ছে স্পেনকে। গ্রুপ লিগে তিনটে ম্যাচে তিনটেই অনায়াসে জিতে প্রি কোয়ার্টার ফাইনালে নেমে স্প্য়ানিশ ফুটবলররাও ঝড় তুললেন। যে জর্জিয়া রোনাল্ডোদের দু গোলে হারিয়ে শোরগোল ফেলে দিয়েছে, তাদের বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে ১ গোলে পিছিয়ে দিয়ে চার গোল দিল লুইস দে লা ফুয়েন্তের দল। তবে স্পেনের অগ্নিপরীক্ষা কোয়ার্টার ফাইনালে। স্প্যানিশ-দের সেমিফাইনালে ওঠার ম্যাচে প্রতিপক্ষ আয়োজক দেশ জার্মানি। অনেকেই বলছেন, এবারের ইউরোর খেতাবি ফয়াসালা এই ম্যাচেই হতে চলেছে।

ইউরো ২০২৪-এর কোয়ার্টার ফাইনালের সূচি

প্রথম কোয়ার্টার ফাইনাল

৫ জুলাই, রাত সাড়ে ৯টা (ভারতীয় সময়)

স্পেন বনাম জার্মানি

-----------

দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল

৬ জুলাই, রাত সাড়ে ১২টা (ভারতীয় সময়)

পর্তুগাল বনাম ফ্রান্স

----------------

তৃতীয় কোয়ার্টার ফাইনাল

৬ জুলাই, রাত সাড়ে ৯টা (ভারতীয় সময়)

ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ড

-------------------------

চতুর্থ কোয়ার্টার ফাইনাল

৭ জুলাই, রাত সাড়ে ১২টা (ভারতীয় সময়)

রোমানিয়া/নেদারল্যান্ডস বনাম অস্ট্রিয়া/তুরস্ক

----------------

(সরাসরি সম্প্রচার সোনি লিভ অ্যাপ-ওয়েবসাইট ও সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্য়ানেলে।)

প্রি কোয়ার্টার ফাইনালের ফল

সুইজারল্যান্ড (২): ইতালি (০)

জার্মানি (২): ডেনমার্ক (০)

স্পেন (৪): জর্জিয়া (১)

ইংল্যান্ড (২): স্লোভাকিয়া (০)

ফ্রান্স (১): বেলজিয়াম (০)

পর্তুগাল (৩): স্লোভেনিয়া (০) টাইব্রেকার)