চলতি ইউরো চ্যাম্পিয়নশিপে আজ শেষ ষোলোর শেষদিন। লাইপজিগে রেড বুল অ্যারেনায় আজ খেলতে নামবে অস্ট্রিয়া ও তুরস্ক। ফ্রান্সের বিপক্ষে প্রথম ম্যাচ হারলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মতো দলকে হারিয়ে রীতিমতো আত্মবিশ্বাসে টগবগ করছে অস্ট্রিয়া শিবির। শক্তিমত্তায় কাছাকাছি থাকা তুরস্কের বিপক্ষেও একই ফল চাইবে তারা। ফ্রান্স ও নেদারল্যান্ডসের মতো দল থাকলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা মোটেও সহজ ব্যাপার নয়।
২০০৮ ইউরোতে সেমিফাইনাল খেলেছিল তুরস্ক। এবার সেখানে যেতে আর দুটি জয় প্রয়োজন তাদের। গত মার্চে অস্ট্রিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল তুরস্ক। যেখানে ৬-১ গোলের বড় জয় পায় অস্ট্রিয়া। ইউরোর বাছাই পর্বে ১০ ম্যাচে মাত্র ১টি হেরেছে অস্ট্রিয়া। রাফ র্যা গনিকের দল শষ ১৯ ম্যাচের মধ্যে জয় পেয়েছে ১৪টিতে। হেরেছে মাত্র ২টি। তুরস্কও দারুণ ছন্দে আছে। শেষ ১০ ম্যাচের মধ্যে জিতেছে ৬টি আর জয় ও ড্র সমান ২টি করে।
তুরস্কের জন্য চিন্তার বিষয় আর্দা গুলার। রিয়াল মাদ্রিদের এই তরুণ ফুটবলারের ফিটনেস নিয়ে শঙ্কা আছে। যদিও ধারণা করা হচ্ছে ম্যাচের শুরু থেকেই খেলবেন তিনি। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে অস্ট্রিয়া। ১৭ বারের দেখায় তাদের জয় ৯ ম্যাচে আর তুরস্কের জয় ৭ ম্যাচে।
কবে, কোথায় আয়োজিত হবে অস্ট্রিয়া বনাম তুরস্ক , রাউন্ড অফ ১৬, ইউরো ২০২৪ ম্যাচ?
৩ জুলাই জার্মানির লেইজপিগে (Red Bull Arena, Leipzig) ইউরো ২০২৪, রাউন্ড অফ ১৬ ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রিয়া বনাম তুরস্ক
কখন থেকে শুরু হবে অস্ট্রিয়া বনাম তুরস্ক , রাউন্ড অফ ১৬, ইউরো ২০২৪ ম্যাচ?
অস্ট্রিয়া বনাম তুরস্ক রাউন্ড অফ ১৬, ইউরো ২০২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ১২ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় রাত ১টায়।
জেনে নিন টিভিতে কোথায় অস্ট্রিয়া বনাম তুরস্ক , রাউন্ড অফ ১৬, ইউরো ২০২৪ ম্যাচ
সরাসরি টিভিতে অস্ট্রিয়া বনাম তুরস্ক , রাউন্ড অফ ১৬, ইউরো ২০২৪ ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network) এবং বাংলাদেশে সোনি সিক্সে (Sony Six) দেখানো হবে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন অস্ট্রিয়া বনাম তুরস্ক , রাউন্ড অফ ১৬, ইউরো ২০২৪ ম্যাচ
সোনি-লিভ (Sony-Liv) অ্যাপ ও ওয়েবসাইটে অস্ট্রিয়া বনাম তুরস্ক , রাউন্ড অফ ১৬, ইউরো ২০২৪ ম্যাচ সরাসরি দেখা যাবে।