টোকিও, ২১ জুলাই: সব বিতর্ক, সব প্রশ্নচিহ্নকে দূরে সরিয়ে বল গড়াল টোকিও অলিম্পিকে। গ্রীষ্মকালীন অলিম্পিকের নিয়ম হল উদ্বোধনের দু দিন আগেই ফুটবল ইভেন্ট শুরু হয়। কারণ ফুটবলের ইভেন্ট অনেকটা বড় হওয়ায়, গেমসের নির্ধারিত সময়সীমার মধ্যেই শেষ করা যায় না। তাই ২৩ জুলাই, শুক্রবার গেমস শুরুর দু দিন আগে শুরু হল ফুটবলের ইভেন্ট। টোকিওতে প্রথম দিনে মহিলাদের ফুটবলে মোট ৬টা ম্যাচ হল। ১২টি দেশকে তিনটি গ্রুপে ভাগ করে হচ্ছে মহিলাদের ফুটবল।
TOKYO (AP) — Sweden stuns top-ranked US 3-0 in Olympic women’s soccer, ending Americans' 44-match unbeaten streak.
— Zeke Miller (@ZekeJMiller) July 21, 2021
প্রথম ম্যাচে ফেভারিট আমেরিকা যুক্তরাষ্ট্রকে ১-০ গোলে হারিয়ে দিল সুইডেন। মহিলাদের আন্তর্জাতিক ফুটবলে টানা ৪৪টা ম্যাচ অপরাজিত থাকার পর হারাল বাইডেনের দেশ। ব্রাজিলের মহিলা দল ৫-০গোলে হারাল চিনকে। টানা পাঁচটা অলিম্পিকে রেকর্ড গড়লেম ব্রাজিলের মহিলা ফুটবলের পেলে হিসেবে পরিচিত মার্তা। আয়োজক দেশ ডাপানের মেয়েরা ১-১ গোলে রুখে দিল কানাডাকে। চিলিকে ২-০ গোলে হারাল গ্রেট ব্রিটেনের মহিলা দল। তাসমিনিয়ার যুদ্ধ হিসেবে পরিচিত ওশিয়ানার দুই দেশ অস্ট্রেলিয়া ২-১ গোলে হারাল নিউ জিল্যান্ডকে। তবে দিনের সবচেয়ে চর্চিত ম্যাচ নেদারল্যান্ডস বনাম জাম্বিয়া মহিলা দলের ম্যাচ জাম্বিয়াকে ১০-৩ গোলে হারাল নেদারল্যান্ডস। গোটা ম্যাচে হল ১৩টা গোল। ব্রাজিলের মহিলাদের দলের গ্রুপে আছে নেদারল্যান্ডস, চিন, জাম্বিয়া।
Brazilian record breakers 🔨
Marta's brace in Brazil's 5-0 win over China means she's the first male or female football player to score at 5⃣ consecutive @Olympics 👏
While Formiga made her 7⃣th Olympic Games appearance 💪#Tokyo2020 | @CBF_Futebol pic.twitter.com/wmxMWaieNp
— #Tokyo2020 (@Tokyo2020) July 21, 2021
কাল থেকে শুরু হচ্ছে পুরুষদের ফুটবলের ইভেন্ট। ১৬টি দেশকে চারটি গ্রুপে ভাগ করে হচ্ছে পুরুষদের ফুটবল। গ্রুপ এ-তে প্রথম ম্যাচে ফ্রান্স খেলবে মেক্সিকোর বিরুদ্ধে, এই গ্রুপের অন্য ম্যাচে আয়োজক দেশ জাপান খেলবে করোনা আক্রান্ত হওয়া দুই ফুটবলারের দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। গ্রুপ বি-র প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়া খেলবে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। এই গ্রুপের অন্য ম্যাচে রোমানিয়া খেলবে হন্ডুরাসের বিরুদ্ধে। গ্রুপ সি-র প্রথম ম্যাচে স্পেন খেলবে ইজিপ্টের বিরুদ্ধে, আর অস্ট্রেলিয়ার মুখোমুখি সদ্য কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাল, বৃহস্পতিবার গ্রুপ ডি-র প্রথম ম্যাচে ব্রাজিল খেলবে জার্মানির বিরুদ্ধে। গ্রুপের অন্য খেলায় আইভরি কোস্টের বিরুদ্ধে খেলবে সৌদি আরব।