টোকিও, ২৮ জুলাই: গতকালের পর আজ টোকিও অলিম্পিক মহিলাদের বক্সিংয়ে আরও একটা পদকের সামনে ভারত। মহিলাদের মিডলওয়েট (৬৯-৭৫ কেজি)কোয়ার্টার ফাইনালে উঠলেন পূজা রানী (Pooja Rani)। তার মানে সেই ম্যাচে জিতলেই অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত পূজা রানী-র। দুবারের এশিয়ান চ্যাম্পিয়ন পূজা রানী প্রি কোয়ার্টার ফাইনালে ৫-০ আলজেরিয়ার ইছরাক চাইবকে হারিয়ে পদক নিশ্চিত করা থেকে এক ম্যাচ দূরে থাকলেন।
Boxer Pooja Rani is one win away from a medal. Fingers crossed!#Cheers4India #Tokyo2020
— Pranay Swain (@pranayswain) July 28, 2021
পূজার পাঞ্চ, টেকনিক, ডিফেন্সের কাছে একেবারে ধরাশায়ী হয়ে যান চাইব। গতকাল ওয়েল্টা ওয়েট বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন অসমের বক্সার লাভলিনা বরগোঁহাই। ফ্লাইওয়েট বিভাগে প্রথম ম্যাচে অনায়াসে জিতেছেন মেরী কমও।
ভারতের মোট চারজন মহিলা বক্সার এবারের টোকিও গেমসে খেলছেন। তার মধ্যে লাভলিনা ও পূজা কোয়ার্টার ফাইনালে উঠে পদক থেকে একধাপ দূরে। মেরী কমের পদক নিশ্চিত হতে চাই দুটো জয়। শুক্রবার প্রি কোয়ার্টার ফাইনালে লাইটওয়েট বিভাগে নামছেন সিমরানজিত কউর। আগমিকাল, বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে নামছেন মেরী কম।