দেশের মহিলা আম্পয়ারদের উতসাহ বাড়াতে ও প্রতিভা কাজে লাগাতে এগিয়ে এল বিসিসিআই। আগামী মরসুম থেকে রঞ্জি ট্রফিতে ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে মহিলা আম্পয়ারদের। রজার বিনি বোর্ড সভাপতি হয়ে আসার পর দেশের পুরুষ ক্রিকেটারদের সমান পারিশ্রমিক মহিলাদের দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। এবার বিনি-শাহ বোর্ডের ঘোষণা রঞ্জিতে মহিলা আম্পয়ারের। এমনিতে দেশের আম্পয়ারদের মান খারাপ হচ্ছে। আইপিএল সহ ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন ম্যাচে দেখা যায় দেশের আম্পয়াররা অনেক ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। নীতিন মেনন ছাড়া আইসিসি-র এলিট প্যানেলে কোনও ভারতীয় আম্পয়ার নেই। এমন সময় দেশের মহিলা আম্পয়ারদের তুলে আনতে মরিয়া বোর্ড।
প্রসঙ্গত, ২০১৯ সালে প্রথমবার পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ পরিচালনা করেন মহিলা আম্পায়ার। আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন ২-এর ফাইনালে অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক নামিবিয়া-ওমান ম্যাচটি পরিচালনা করেন।
দেখুন টুইট
The BCCI has decided to introduce women umpires in the Ranji Trophy. (Reported by Indian Express).
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 6, 2022
চলতি কাতার বিশ্বকাপ ফুটবলে মহিলা রেফারিরা দারুণ দক্ষতার সঙ্গে ম্যাচ পরিচালনা করেছেন। মহিলা রেফারি বা আম্পয়াররা পুরুষদের টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন।