WTC Champion Captain Temba Bavuma. (Photo Credits: X)

South Africa Test Squad vs India Test Series 2025: ভারতের মাটিতে আসন্ন টেস্ট সিরিজে নেতৃত্বে ফিরছেন দক্ষিণ আফ্রিকার বিশ্বজয়ী অধিনায়ক তেম্বা বাভুমা (Temba Bavuma)। সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে চোটের কারণে খেলেননি বাভুমা। তাঁর পরিবর্তে বাবর আজমদের বিরুদ্ধে পাকিস্তানের মাটিতে দুই টেস্টের সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দেন আইডেন মার্করাম। তবে শুবমন গিলদের বিরুদ্ধে আগামী ১৩ নভেম্বর থেকে ইডেন গার্ডেন্সে শুরু হতে চলা দুই টেস্টের সিরিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসাবে দেখা যাবে বাভুমা-কে। ক্রিস্টান স্টাবসের পরিবর্তে বাভুমা ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে স্কোয়াডে ফিরলেন। এদিন ভারতের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। মূলত ক'দিন আগে পাকিস্তানের মাটিতে খেলা প্রোটিয়া দলটাই ভারতে খেলতে আসছে। বাভুমার দলে তুরুপের তাস কেশব মহারাজ ও সেউরান মুথুস্বামী। দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জিতে ভারতে খেলতে আসছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেতাব জয়ী বাভুমা ব্রিগেড।

১৮ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জিতে ভারতে আসছে দক্ষিণ আফ্রিকা

সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে ১-১ ফল করে দক্ষিণ আফ্রিকা। শান মাসুদদের বিরুদ্ধে লাহোরে হারলেও, সিরিজের শেষ তথা দ্বিতীয় টেস্ট রাওয়ালপিন্ডিতে ৮ উইকেটে জিতেছিল প্রোটিয়ারা। সেই টেস্টে প্রথম ইনিংসে ৭টি সহ ম্য়াচে মোট ৯টি উইকেট নিয়ে সেরা নির্বাচিত হয়েছিলেন কেশব মহারাজ। আর পাকিস্তানের বিরুদ্ধে দুই টেস্টের সেই সিরিজে ব্যাট হাতে ১০৬ রান ও ১১ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছিলেন সেনুরান মুথুস্বামী। বাবর আজমদের বিরুদ্ধে মার্করামদের লড়াই বুঝিয়ে দিয়েছে ভারতের মাটিতে গিলদের সমস্য়ায় ফেলার ক্ষমতা আছে দক্ষিণ আফ্রিকার।

দেখুন ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড 

তিন স্পিনারে ইডেনে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা

আগামী ১৩ নভেম্বর ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকাকে দুই স্পেশালিস্ট পেসার ও তিন স্পিনারে খেলতে দেখাল যাবে। দুই পেসার হিসেবে খেলবেন কাগিসো রাবাদা ও মার্কো জেনসেন। আর তিন স্পিনার হিসাবে দেখা যাবে- কেশব মহারাজ, মুথুস্বামী ও সিমোন হার্মারকে। মহারাজ ও মুথুস্বামীকে সাহায্য করে ইডেনে থাকছেন ৩৬ বছরের অফ স্পিনার হার্মার। পাকিস্তানের বিরুদ্ধে রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট নিয়ে চমকে দেন হার্মার। হার্মার ও মুথুস্বামী মূলত স্পিনার-অলরাউন্ডার। ওপেনার হিসাবে দেখা যাবে আইডেন মার্করাম ও রায়ান রিকেলটনকে। তিনে নামতে পারেন তেম্বা বাভুমা। মিডল অর্ডারে খেলবেন টনি ডি জোর্জি, ব্রেভিস ও উইকেটকিপার-ব্যাটার কাইল ভেরেইন্‌নে-কে। মজবুত লোয়ার অর্ডারে থাকবেন মুথুস্বামী, হার্মার ও জেনসেন-কে।

ইডেন গার্ডেন্স টেস্টে দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ-

তেম্বা বাভুমা (অধিনায়ক),

ইডেনে ভারতের সম্ভাব্য একাদশ- (এখনও স্কোয়াড ঘোষণা করেনি টিম ইন্ডিয়া)

যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুবমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরা। দ্বাদশ ব্যক্তি- মহম্মদ সিরাজ।

ভারতের মাটিতে সিরিজে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড-

তেম্বা বাভুমা (অধিনায়ক), আইডেন মার্করাম, রায়ান রিকেলটন, ডিওয়াল্ড ব্রেভিস, জুবেইর হামজা, টনি দি জোরজি, কোর্বিন বোস, উইয়ান মুলডার, মার্কো জানসেন, কেশব মহারাজ, সেনুরান মুথুস্বামী, কাগিসো রাবাদা, সিমোন হার্মার।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দুই টেস্টের সিরিজের সূচি

প্রথম টেস্ট: ইডেন গার্ডেন্স (কলকাতা), ১৩ নভেম্বর থেকে শুরু

দ্বিতীয় টেস্ট: বরষাপাড়া স্টেডিয়াম (গুয়াহাটি), ২২ নভেম্বর থেকে শুরু