Team India: জোহানেসবার্গ টেস্টে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ দেখে নিন
Team India (Photo Credit: Twitter/BCCI

জোহানেসবার্গ, ৩ জানুয়ারি: আজ থেকে জোহানেসবার্গে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। এই টেস্ট যদি ভারত জিতে যায় তাহলে ইতিহাস তৈরি হবে। কারণ আজ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় সিরিজ জেতেনি টিম ইন্ডিয়া (Team India)। সেই সঙ্গে জোহানেসবার্গ ভারতের পয়া মাঠ। এই মাঠে মোট ৫টি টেস্ট খেলেছে ভারত। তারমধ্যে ২টো জয় আর ৩টে ড্র। তাই পয়া মাঠে জিতলেই ইতিহাস। তবে একটাই আশঙ্কা বৃষ্টি।

ম্যাচের দ্বিতীয় দিন থেকে বৃষ্টির (Rain) সম্ভাবনা আছে। কিন্তু সবচেয়ে চর্চিত বিষয় এই ম্যাচের প্রথম একাদশ নিয়ে। আবার কি পূজারা এবং রাহানে সুযোগ পাবে ? হয়তো টিম ম্যানেজমেন্ট আরও একটা সুযোগ এই দুই ব্যাটারকে দেবে। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, এটাই হয়তো শেষ সুযোগ হতে পারে চেতেশ্বর পূজারা এবং আজিঙ্কে রাহানের জন্য। আরও পড়ুন: Rahul Dravid: অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় মাতলেন কোচ রাহুল দ্রাবিড়

আর উইনিং কম্বিনেশন না ভাঙার মতো মিথ ফলো করতে পারে টিম ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ক। তাই পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।

এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ -

কেএল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কেহলি, আজিঙ্কে রাহানে, ঋষভ পন্থ, রবিচন্দন অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ