বিশ্বকাপের ঢাকে কাটি পড়ে গেল। আর মাস খানেক পরেই নিজেদের দেশে বিশ্বকাপ খেলতে নামছে টিম ইন্ডিয়া। আজ, সোমবার বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াডও ঘোষণা হয়ে গেল। এবার পালা মাঠে নামার। তার আগে দেখে নেওয়া যাক। এবার বিশ্বকাপে ভারতের ক্রীড়াসূচি, স্কোয়াড, কোথায় দেখা যাবে ম্যাচ।
ভারতের বিশ্বকাপ স্কোয়াড
বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের স্কোয়াড : রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ।
কারা সুযোগ পেলেন না
সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল, শিখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন, তিলক ভর্মা।
বিশ্বকাপে ভারতের খেলা
৮ অক্টোবর: অস্ট্রেলিয়া-র বিরুদ্ধে (চেন্নাই)
১১ অক্টোবর: আফগানিস্তান-র বিরুদ্ধে (নিউ দিল্লি)
১৪ অক্টোবর: পাকিস্তান-র বিরুদ্ধে (আমেদাবাদ)
১৯ অক্টোবর: বাংলাদেশ-র বিরুদ্ধে (পুণে)
২২ অক্টোবর: নিউ জিল্যান্ড-র বিরুদ্ধে (ধর্মশালা)
২৯ অক্টোবর: ইংল্যান্ড-র বিরুদ্ধে (লখনৌ)
২ নভেম্বর: শ্রীলঙ্কা-র বিরুদ্ধে (মুম্বই)
৫ নভেম্বর: দক্ষিণ আফ্রিকা-র বিরুদ্ধে (কলকাতা)
১২ নভেম্বর: নেদারল্যান্ডস-র বিরুদ্ধে (বেঙ্গালুরু)
(সব কটি ম্যাচ শুরু দুপুর ২টোয়)
সেমিফাইনালে উঠলে ভারতের ম্যাচে ১৫ নভেম্বর, মুম্বইয়ে। তবে সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান হলে টিম ইন্ডিয়া খেলবে কলকাতার ইডেন গার্ডেন্সে ১৬ নভেম্বর।
সেমিফাইনালে উঠতে হলে কী করতে হবে
সেমিফাইনালে সরাসরি উঠতে হলে রাউন্ড রবীন লিগে ৬-৭টি ম্যাচ জিততে হবে।
টিভিতে কোন চ্যানেলে দেখা যাবে খেলা
স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে ইংরেজি, হিন্দি, বাংলা সহ বেশ কয়েকটি ভাষায় ধারাভাষ্য করা হবে ম্যাচ।
অনলাইনে কোথায় দেখা যাবে খেলা
ডিজনি+হটস্টারে সরাসরি দেখানো হবে খেলা। এই অ্য়াপের মাধ্যমে মোবাইলে বিনামূল্য দেখা যাবে খেলা।