Sweden women Football team. (Photo Credits: Twitter)

অকল্যান্ড, ১১ অগাস্ট: আমেরিকা যুক্তরাষ্ট্রের পর এবার জাপান। মহিলাদের ফুটবল বিশ্বকাপে নক আউট রাউন্ডে টানা দুটি কঠিন প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনালে উঠল সুইডেন। শুক্রবার মহিলাদের ফুটবল বিশ্বকাপে অকল্যান্ডে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে শক্তিশালী জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে উঠল সুইডেন।

জাপানের হারে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, মহিলাদের ফুটবল নতুন বিশ্বচ্যাম্পিয়ন পাচ্ছে। সেমিফাইনালে সুইডেনের প্রতিপক্ষ স্পেন। এদিন প্রথম কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারল স্পেন। চার বারের চ্যাম্পিয়ন তথা মহিলাদের ফুটবলের একাধিপত্য দেখানো আমেরিকাকে প্রি কোয়ার্টার ফাইনালে সাডেন ডেথে হারিয়েছিল সুইডেন।

দেখুন টুইট

এবার মহিলাদের ফুটবল বিশ্বকাপে জাপান অবিশ্বাস্য ফুটবল খেলছিল। গ্রুপ লিগে জাপানি মহিলারা তিন ম্যাচের তিনটেতে জিততে কোনও গোল না খেয়ে করেছিল ১১টা গোল। সেমিফাইনালে ওঠা স্পেনকে ৪-০ গোলে ধরাশায়ী করেছিল জাপান। এরপর প্রি কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে ২০১১ মহিলাদের ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন এশিয়ান এই দেশ। কিন্তু আমেরিকার মত দেশকে হারিয়ে শেষ আটে ওঠা সুইডেন এদিন জাপানি মহিলা দলকে দারুণভাবে রুখে দিল। ইডেন পার্কে ম্যাচের ৮৭ মিনিটি পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল সুইডেন। এরপর জাপান ব্যবধান কমায়।

মহিলাদের ফুটবল বিশ্বকাপে এখনও পর্যন্ত হয়েছে মোট চারটি দেশ- আমেরিকা (৪ বার- ১৯৯১,৯৯, ২০১৫,২০১৯), জাপান (২০১১), জার্মানি (২০০৩), নরওয়ে (১৯৯৫)। এবার খেতাব জেতার লড়াইয়ে এখনও পর্যন্ত টিকে আছে স্পেন, সুইডেন (সেমিফাইনালে), ইংল্যান্ড, কলম্বিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স। আগামিকাল, শনিবার বাকি দুটি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড বনাম কলম্বিয়া ও ফ্রান্স বনাম আয়োজক অস্ট্রেলিয়া।