Vijayveer Sidhu and Manu Bhaker (Photo Credit: Khel India/ X)

ISSF World Cup 2025: বুয়েনস আইরেসে আইএসএসএফ বিশ্বকাপ ২০২৫ (ISSF World Cup 2025)-এ মহিলাদের ১০ মিটার এয়ার (Women’s 10m Air Pistol Shooting) ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন সুরুচি সিং (Suruchi Singh)। তবে আর্জেন্টিনা থেকে ব্যক্তিগত ইভেন্টে খালি হাতে ফিরবেন মানু ভাকের (Manu Bhaker)। এছাড়া পুরুষদের ২৫ মিটার র‍্যাপিড ফায়ার পিস্তল (25m Rapid Fire Pistol) ইভেন্টে, বিজয়বীর সিধু (Vijayveer Sidhu) আইএসএসএফ বিশ্বকাপে সোনা জিতে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস রচনা করেছেন। গত বছর নয়াদিল্লিতে শুটিং ন্যাশনালে সাতটি সোনা জেতা সুরুচি ফাইনালে ২৪৪.৬ স্কোর করে ভারতকে তৃতীয় সোনা এনে দেন। এটি ছিল তার প্রথম বিশ্বকাপ পদক। এই পোডিয়ামে চিনের কিয়ান ওয়েই (Qian Wei) এবং দু'বারের অলিম্পিক পদকজয়ী জিয়াং রানশিন (Jiang Ranxin) যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন। Rohan Bopanna: ৪৫ বছর বয়সে এটিপি মাস্টার্সে ম্যাচ জিতে বিশ্বরেকর্ড বোপান্নার

আইএসএসএফ বিশ্বকাপে সোনা জিতে ইতিহাস গড়লেন বিজয়বীর সিধু

এদিকে, পুরুষদের ২৫ মিটার র‍্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে বিজয়বীর সিধু ইতালির রিকার্ডো মাজেত্তিকে (Riccardo Mazzetti) পিছনে ফেলে সোনা জিতেছেন। ভারতীয় এই শুটার এর আগে এশিয়ান গেমসে পদকজয়ী কোয়ালিফায়ারে তৃতীয় হন। এদিকে, প্যারিস অলিম্পিকে দুটি পদকজয়ী মানু ভাকের ১১ নম্বরে শেষ করায় পরে ফাইনাল থেকে ছিটকে গেছেন। এর ফলে আর্জেন্টিনা থেকে কোনও ব্যক্তিগত পদক ছাড়াই ফিরবেন মানু ভাকের। তিনি এর আগেও মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে ড্র করেন। তবে সপ্তাহের শেষের দিকে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে অংশ নেবেন তিনি। এর আগে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে এবং মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশন ইভেন্টে যথাক্রমে সোনা জিতেছিলেন রুদ্রাক্ষ পাটিল (Rudrankksh Patil) ও সিফত কৌর সামরা (Sift Kaur Samra)। চেইন সিং (Chain Singh) পুরুষদের ৫০ মিটার থ্রিপি ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন, অন্যদিকে এষা সিং (Esha Singh) মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে রুপো জেতেন।

আর্জেন্টিনা থেকে কোনও ব্যক্তিগত পদক ছাড়াই ফিরবেন মানু ভাকের