Sumit Nagal. (Photo Credits: X)

ডেনমার্কের বিরুদ্ধে ডেভিস কাপ (Davis Cup 2024) টাই থেকে ছিটকে গেলেন ভারতের তারকা টেনিস খেলোয়াড় সুমিত নাগাল (Sumit Nagal)। India vs Denmark Davis Cup Tie-এ পিঠের চোটে কাবু নাগালের পক্ষে আগামী বেশ কয়েকদিন কোর্টে নামা সম্ভব হবে না। নাগাল-ই এখন ভারতের এক নম্বর সিঙ্গলস খেলোয়াড়। আগামী ১৪-১৫ সেপ্টেম্বর স্টকহোমে হবে ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপে ভারত-ডেনমার্কের টাই। নাগাল না থাকায় বড় সমস্যায় পড়ে গেল ভারত। বিশ্ব ব়্যাঙ্কিংয়ে এক সময় প্রথম চারে থাকা হোলগার রুনের মত খেলোয়াড় আছে ডেনমার্ক দলে। নাগালের অনুপস্থিতি ডেনামর্কের বিরুদ্ধে ভারতের টাইটা কার্যত ডেভিড বনাম গোলিয়াথের মত অসম লড়াই হয়ে গেল।

এমনিতেই রোহন বোপান্না চলতি বছর অবসর ঘোষণা করেছেন। যদিও বোপান্না ডবল স্পেশালিস্ট ছিলেন।

ডেভিস কাপ থেকে ছিটকে গেলেন সুমিত নাগাল

চলতি বছর জুলাইয়ে এটিপি ব়্যাঙ্কিংয়ে ৬৮ নম্বরে উঠে গিয়েছিলেন নাগাল। কিন্তু ইউএস ওপেনে প্রথম রাউন্ডে হারের পর তাঁর ব়্যাঙ্কিং এখন ৮২। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনে বিশ্বের ২৭ নম্বর অ্যালেক্সান্ডার বুবলিক-কে হারিয়ে নজির গড়েছিলেন নাগাল। প্রথম ভারতীয় হিসেবে কোনও গ্র্যান্ডস্লামে বাছাই খেলোয়াড়কে হারানোর নজির গড়েছিলেন নাগাল।