ব্যাডমিন্টনের দলগত টুর্নামেন্ট সুধীরমান কাপের শুরুতেই হারল ভারত। পুরুষ, মহিলা শাটলারদের মিলিতভাবে গড়া দল নিয়ে হওয়া সুধীরমান কাপ ২০২৩-এর প্রথম ম্য়াচে ভারত ১-৪ হারল চাইনিজ তাইপের বিরুদ্ধে। সিন্ধু থেকে প্রণয়, চিরাগ থেকে প্রতীক, পুরুষদের সিঙ্গলস থেকে মহিলাদের সিঙ্গলস, পুরুষদের ডবলস, মিক্সড ডবলস- সবেতেই চাইনিজ তাইপের বিরুদ্ধে হওয়া টাইয়ে হারল ভারত।
চিনের সুঝহাউতে আয়োজিত সুধীরমান কাপের গ্রুপ সি-র ম্যাচে মিক্সড ডবলসে সাই প্রতীক-তানিকা কাস্ত্রোর হার দিয়ে চাইনিজ তাইপের বিরুদ্ধে টাই শুরু করে ভারত। এরপর পুরুষদের সিঙ্গলসে ১৯-২১, ১৫-২১-এ বিশ্বের ৫ নম্বর চাও তিয়েন চেনের কাছে হারেন ভারতের এস প্রনয়।
এরপর টাইয়ের তৃতীয় ম্যাচে সিন্ধুকে ১৪-২১, ২১-১৮, ১৭-২১ হারিয়ে ভারতের বিরুদ্ধে ৩-০ এগিয়ে চাইনিজ তাইপের জয় নিশ্চিত করেন তাই তুজু ইয়েং। টাইয়ের চতুর্থ ম্যাচে পুরুষদের ডবলসে হারেন ভারতের সাত্যকিসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি। শেষে মহিলাদের ডবলসে জিতে ভারতকে বড় লজ্জার হাত থেকে বাঁচান ভারতের গায়েত্রী গোঁপিচাদ পুলেল্লা-তৃষ্ণা জোল্লি জুটি।
দেখুন টুইট
❌ Pratheek/Crasto lose.
❌ HS Prannoy loses.
❌ PV Sindhu loses.
❌ Rankireddy/Shetty lose.
✅ Gopichand/Jolly win.
India go down 1-4 to Chinese Taipei in the Sudirman Cup 2023 opener. 💔#SudirmanCupFinals #Suzhou2023 #Badminton #SKIndianSports #CheerForAllSports pic.twitter.com/i6oumxNMOE
— Sportskeeda (@Sportskeeda) May 14, 2023
গ্রুপ সি-র দ্বিতীয় ম্যাচে কাল সোমবার ভারত খেলবে মালয়েশিয়ার বিরুদ্ধে। বুধবার গ্রুপের শেষ ম্যাচে সিন্ধু, চিরাগ, প্রনয়দের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সুধীরমান কাপের ইতিহাসে কখনও কোনওদিন পদক জিততে পারেনি ভারত।