Subhman Gill Century: অধিনায়ক শুভমন গিলের ( Subhman Gill) অভিষেক টেস্টে সেঞ্চুরি। লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংস চার নম্বরে ব্যাট করতে নেমে দুরন্ত সেঞ্চুরি করলেন গিল। বিজয় হাজারে, সুনীল গাভাসকর, বিরাট কোহলির পর দেশের চতুর্থ অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করলেন শুভমন গিল। রোহিত শর্মা, বিরাট কোহলির মত দুই মহাতারকা অবসরের পর প্রথম ম্যাচের শুরুতে অভাব বুঝতে দিলেন না গিল, যশস্ব জয়সওয়াল-রা। জোস টাঙের বলে কাভার ড্রাইভে বাউন্ডারি হাঁকিয়ে ১৪০ বলে সেঞ্চুরি পূর্ণ করলেন গিল। টেস্টে তাঁর ষষ্ঠ সেঞ্চুরিটা করে ফেললেন ভারত অধিনায়ক। উপমহাদেশের বাইরে গিলের এটি প্রথম টেস্ট সেঞ্চুরি। ইংল্যান্ডের বিরুদ্ধে গিলের এটি তৃতীয় সেঞ্চুরি। এর আগে টেস্টে গিলের যে পাঁচটি সেঞ্চুরি ছিল, তার মধ্য়ে চারটি ছিল দেশের মাটিতে আর একটি বাংলাদেশের চট্টগ্রামে।
জোড়া সেঞ্চুরিতে লিডসে চালকের আসনে ভারত
লিডসে এদিন একেবারে মসৃণ ইনিংস খেললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ইংল্যান্ডের বোলারদের মাথায় চড়তে দিলেন না, আবার অহেতুক কোনও ঝুঁকিপূর্ণ শটও খেললেন না। গিল যখন ক্রিজে নামেন তখন টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ৯১। শূন্য রানে ফিরে গিয়েছেন সাই সুদর্শন। সেখান থেকে যশস্বীকে নিয়ে দারুণ পার্টনারশিপ করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ওপেনার যশস্বী জয়সওয়াল ১০১ রান করে আউট হওয়ার মাথা ঠান্ডা রেখে সহ অধিনায়ক ঋষভ পন্থকে নিয়ে দলকে বড় রানের দিকে নিয়ে যাচ্ছেন শুভমন। একেবারে লিডিং ফর্ম দ্য ফ্রন্ট যাকে বলে সেটাই এদিন করলেন তিনি।
শুভমন গিলের ৬টি টেস্ট সেঞ্চুরি
১) বাংলাদেশের বিরুদ্ধে- চট্টগ্রাম, ২০২২, ডিসেম্বর: ১১০ রান।।
২) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে- আমেদাবাদ, ২০২৩, মার্চ: ১২৮ রান।।
৩) ইংল্যান্ডের বিরুদ্ধে- বিশাখাপত্তনাম, ফেব্রুয়ারি, ১০৪ রান।।
৪) ইংল্যান্ডের বিরুদ্ধে- ধরমশালা, মার্চ, ১১০ রান।।
৫) বাংলাদেশের বিরুদ্ধে-চেন্নাই: ১১৯ রান।।
৬) ইংল্যান্ডের বিরুদ্ধে-লিডস: ১১১ রান অপরাজিত (চলছে)।
গিলের সেঞ্চুরি
HUNDRED from the Skipper! 💯
First match as Test Captain and Shubman Gill has scored a sublime century! 👏👏
His 6th Ton in Test cricket 🙌
Updates ▶️ https://t.co/CuzAEnBkyu#TeamIndia | #ENGvIND | @ShubmanGill pic.twitter.com/CVTE7wK2g0
— BCCI (@BCCI) June 20, 2025
অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডে সেঞ্চুরি যশস্বীর
এদিকে, ইংল্যান্ডে টেস্ট সিরিজের শুরুতেই অবিশ্বাস্য সেঞ্চুরি যশস্বী জয়সওয়ালের। লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর টেস্ট কেরিয়ারে পঞ্চম সেঞ্চুরিটা করে ফেললেন ২৩ বছরের মুম্বইয়ের বাঁ হাতি ব্যাটার। ক মাস আগে অস্ট্রেলিয়া সফরে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন ইংল্যান্ডে শুরু করলেন যশস্বী। শুক্রবার ইংল্যান্ডের বোলারদের একেবারেই মাথায় চড়তে দিলেন না যশ্বসী। অভিষেক টেস্টে ১৭১ রানের ইনিংস খেলে নজির গড়া যশ্বসীর ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডেও সেঞ্চুরি করা হয়ে গেল। দেশের মাটিতে টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশাখাপত্তনামে ডবল সেঞ্চুরি আছে তাঁর। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে পারথের দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের ইনিংস খেলেছিলেন, এরপর চতুর্থ টেস্ট মেলবোর্নে দুই ইনিংস মিলিয়ে ১৬৬ রানের ইনিংস খেলেছিলেন যশস্বী।