Subhman Gill on Mohammed Siraj: অবিশ্বাস্য কায়দায় ওভাল টেস্টে জয়ের পর উচ্ছ্বাসে মাতলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। একেবারে ইংল্যান্ডের হাতের মুঠোয় থাকা ম্যাচ জিতল ভারত। ৩৫ রানের মধ্যে ইংল্যান্ডের শেষ পাঁচটি উইকেট তুলে নিয়ে স্মরণীয় জয় ছিনিয়ে সিরিজ ২-২ করে মাথা উঁচু করে দেশে ফিরছেন শুভমন গিলরা। ওবালে জয়ের পর গিল হাসে মুখে বললেন, এই সিরিজ থেকে আমরা একটা জিনিস শিখলাম, 'কখনও হার মেনো না। লড়াই করো।" মহম্মদ সিরাজকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করে অধিনায়ক গিল বললেন,'সিরাজ হল যে কোনও অধিনায়কের স্বপ্নের ক্রিকেটার। সব দল চাইবে ওর মত একজন বোলার দলে থাকুক।"এবার ইংল্যান্ডে টেস্ট সিরিজে ব্যাট হাতে ৪টি সেঞ্চুরি সহ রেকর্ড ৭৫৪ রান করে সিরিজ সেরার পুরস্কার জিতলেন গিল।
দেখুন ওভালের শেষ উইকেটটা নেওয়ার পর সিরাজের উচ্ছ্বাস
We 𝗕 𝗘 𝗟 𝗜 𝗘 𝗩 𝗘 in #MohammadSiraj! 🇮🇳#ENGvIND 👉 5th TEST, DAY 5 Live Coverage - https://t.co/AV9uphngTm pic.twitter.com/uVxPjxtwNJ
— Star Sports (@StarSportsIndia) August 4, 2025
অবিশ্বাস্য পারফরম্যান্সের পর কী বললেন সিরাজ
ম্যাচ সেরা হয়ে সিরাজ বললেন, লর্ডস টেস্টে সবার শেষে আমি আউট হয়েছিলাম, জাদেজা ভাই নট আউট ছিল, তখন আমার হৃদয়টা ভেঙে গিয়েছিল। আর আজ ওভালে আমি শেষ উইকেটটা নিলাম। আজকের আনন্দটা কাউকে বলে বোঝানো যাবে না। লর্ডসে চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ের সময় জাড্ডু ভাই বলেছিল, ব্যাটের মাঝখানে বল লাগানোর চেষ্টা কর, আর ভাব তোকে কত কষ্ট করে বাবা এতদূর নিয়ে এসেছেন। তবু সেদিন আমরা হেরে গিয়েছিলাম।"এবার ইংল্যান্ডে মোট ২৩টি উইকেট নিলেন সিরাজ।
সিরাজের কথা
From heartbreak at Lord's to jubilation at The Oval ❤️
What a difference a couple of Test matches makes for Mohammed Siraj 🇮🇳 pic.twitter.com/YmIClbu6th
— Sky Sports Cricket (@SkyCricket) August 4, 2025
সিরিজ সেরা পুরস্কার হাতে কী বললেন অধিনায়ক শুভমন গিল
"আপনার দলে মহম্মদ সিরাজ আর প্রসিধ কৃষ্ণার মতো বোলার থাকেলে, অধিনায়ক হওয়াটাও সহজ মনে হয়। আজ আমরা যেভাবে আক্রমণাত্মক খেলেছি, তা এক কথায় অসাধারণ। আমরা সব সময় আত্মবিশ্বাসী ছিলাম, এমনকি গতকালও যখন আমাদের ওপর চাপ ছিল, তখনও জানতাম কী করতে হবে। আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম, যেন শুরু থেকে শেষ পর্যন্ত সেই আত্মবিশ্বাসটা ধরে থাকতে পারি। সিরাজ যে কোনও অধিনায়কের স্বপ্ন। ও এই সিরিজের প্রতিটা বল, প্রতিটা স্পেলে সে তার সেরাটা দিয়েছে। সিরিজের ফল ২-২ হওয়াটা একেবারে সঠিক হয়েছে। দুটি দলই এই সিরিজে সেরা ক্রিকেট উপহার দিয়েছে। এটা প্রমাণ করে, দুই দলই কতটা মন প্রাণ দিয়ে খেলেছে এবং কত ভালো খেলেছে। আমার লক্ষ্য ছিল এই সিরিজে সেরা ব্যাটসম্যান হওয়া, আর সেটা অর্জন করতে পারা খুবই আনন্দের। মানসিক এবং টেকনিক্যাল বিষয়গুলো একে অপরের সঙ্গে জড়িত, আর এইগুলো ঠিক করেই সাফল্য আসে।গত ছয় সপ্তাহের সবচেয়ে বড় শিক্ষা — আমরা কখনও হাল ছেড়ে দিই না।"
দেখুন কী বললেন অধিনায়ক শুভমন গিল
"Very happy to get over the line with this one."
Shubman Gill reacts to India winning the fifth Test 💬 pic.twitter.com/MTtGWL8AjC
— Sky Sports Cricket (@SkyCricket) August 4, 2025
দেখুন কী বললেন বেন স্টোকস
"Very happy to get over the line with this one."
Shubman Gill reacts to India winning the fifth Test 💬 pic.twitter.com/MTtGWL8AjC
— Sky Sports Cricket (@SkyCricket) August 4, 2025