File Image of Nathan Lyon

গল, ২৯ জুন: গল টেস্টের প্রথম দিনেই দাপট দেখালেন অস্ট্রেলিয়ার দুই স্পিনার। তারকা স্পিনার ন্যাথান লিঁয় আর লেগ স্পিনার মিচেল সুইপসনের কাছে পরাস্ত হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কা অল আউট বহল মাত্র ২১২ রানে। ওয়ানডে সিরিজে দারুণ জয়ের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে নেমে শুরুটা ভাল হল না লঙ্কার ব্যাটারদের। মাত্র ৯৭ রানে ৫ উইকেট হারিয়ে মহাসমস্যায় পড়ে গিয়েছিল লঙ্কাবাহিনী। সেখান থেকে নিরোশন ডিকওয়ালা ও রমেশ মেন্ডিস লড়াই করে দলের রান ২০০ পাড় করেন। লিঁয় ৯০ রান দিয়ে ৫ উইকেট নেন, সুইপসন ৩টি উইকেট নেন ৫৫ রান দিয়ে। মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স ১টি করে উইকেট নেন। মাত্র ৫৯ ওভারেই গুঁটিয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস।

শ্রীলঙ্কা টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে। ওপেনিং পার্টনারশিপ ৩৮ রান করেন দুই লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা ও অধিনয়াক দিমুথ করুমারত্নে। এরপরই ধস শুরু হয়। চারে নেমে অ্যাঞ্জেলো ম্যাথউজের (৩৯) সেট হয়ে আউটটা শ্রীলঙ্কার কাছে বড় ক্ষতি হয়ে যায়। গলের পিচে অনবদ্য বোলিং করেন অজি তারকা স্পিনার লিঁয়। তাঁকে যোগ্যসঙ্গত দেন সুইপসন। লিঁয় এদিন পাঁচের মাইলস্টোন  গড়ে ৪৩২টি টেস্ট উইকেটে পৌঁছে গেলেন। টপকে গেলেন কিউই কিংবদন্তি রিচার্ড হ্য়াডলিকে। লিঁয়-র  সামনে এখন কপিল দেব (৪৩৪)। আরও পড়ুন: সিন্ধুর দারুণ জয়, শুরুতেই বিদায় সাইনা 

দেখুন টুইট

গল টেস্টে অস্ট্রেলিয়া দুই পেসার মিটেল স্টার্ক-অধিনায়ক কামিন্স, এক পেসার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, দুই স্পিনার-লিঁয়-সুইপসনে দল সাজিয়েছে। ওপেনার হিসেবে খেলছেন উসমান খোয়াজা-ডেভিড ওয়ার্নার। তিনে মার্কস লেবুসচানে, চারে স্টিভ স্মিথ, তারপর ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, উইকেটকিপার ব্যাটার আলেক্স ক্যারি।