চেন্নাই, ২৯ জুন: ইরানি ডিফেন্ডার ভাফা হাখামানেশিকে (Vafa Hakhamaneshi) দলে নিল ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) দল চেন্নাইয়ন এফসি (Chennaiyin FC)। আসন্ন মরসুমের জন্য ওই বিদেশি ফুটবলারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ক্লাবটি।
এর আগে থাইল্যান্ডের রাতচাবুরি মিত্র ফোল এফসি-তে খেলেছেন ভাফা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের তিনটি ম্যাচে খেলেছেন তিনি। এছাড়াও পারস্য উপসাগরীয় প্রো লিগে বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন তিনি। তিনি নাফ্ট তেহরান, ট্র্যাক্টর এফসি এবং সনাত নাফ্টের মতো ক্লাবের হয়ে ৫৯টি ম্যাচ খেলেছেন। ২০১৩-১৪ মরসুমে পারস্য উপসাগরীয় প্রো লিগের শিরোপা জেতা ফুলাদ এফসি-র হয়ে মাঠে নেমেছেন ভাফা। আরও পড়ুন: Messi: স্ত্রী অ্যান্তোলেনা, সুয়ারজেদের নিয়ে ছুটিতে গিয়ে খোশমেজাজে মেসি
চেন্নাইয়ন এফসি দলের অন্যতম মালিক ভিটা দানি বলেছেন, "ভাফা হাখামানেশি আমাদের স্কোয়াডে একটি দুর্দান্ত সংযোজন। ইরানের প্রথম ডিভিশনের লিগ এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলেছেন। তিনি আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলি রয়েছে সে সম্পর্কে সচেতন।"