বিশ্বকাপে (FIFA World Cup Football 2022) আজ, বুধবার প্রথম ম্যাচে নামছে ২০১০-এর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। প্রথম ম্যাচে স্পেনের প্রতিপক্ষ উত্তর আমেরিকার কোস্টারিকা। গ্রুপ অফ ডেথের এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। কোস্টারিকার বিরুদ্ধে খেলার পর স্পেন সোমবার নামবে জার্মানির বিরুদ্ধে।
আজকের স্পেন-কোস্টারিকা ম্যাচে বিশেষ নজর থাকবে স্পেনের তারকা খচিত আক্রমণভাগের সঙ্গে কোস্টারিকার তারকা গোলকিপার কেইলর নাভাসের দ্বৈরথ। নাভাসের অপ্রতিরোধ্য প্রাচীর ভাঙতে পারবে কি স্পেন? আরও পড়ুন-জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ফ্রান্সের, জোড়া গোল করে জিরু ছুলেন অঁরির রেকর্ড
গত বিশ্বকাপে প্রি কোয়ার্টার ফাইনালে রাশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল স্পেন। অন্যদিকে, রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপে পড়ে কোনও ম্যাচেই বিদায় নিয়েছিল কোস্টারিকা।
আসুন দেখে নেওয়া যাক স্পেন বনাম কোস্টারিকা ম্যাচ কোথায়, কখন সরাসরি বিনামূল্যে দেখবেন
কবে, কোথায় আয়োজিত হবে ফিফা বিশ্বকাপে স্পেন (Spain)বনাম কোস্টারিকা (Costa Rica) ম্যাচ
When, Where, and How to Watch Spain vs Costa Rica Match Live?
আজ, বুধবার ২৩ নভেম্বর আল থুমানা স্টেডিয়ামে গ্রুপ ই-র ম্যাচে মুখোমুখি হবে স্পেন- কোস্টারিকা।
কখন থেকে শুরু হবে স্পেন (Spain) বনাম কোস্টারিকা (Costa Rica) ম্যাচ?
ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে শুরু হবে ম্যাচ।
টিভিতে কোন চ্যানেলে দেখবেন এই ম্যাচ?
ভারতে ফিফা বিশ্বকাপ দেখানোর টিভি স্বত্ত্ব কিনেছে 'স্পোর্টস ১৮' (Sports 18)। রিলায়েন্স-ভায়াকম ১৮-র নতুন এই স্পোর্টস চ্যানেলের পাশাপাশি এমটিভি এইচডি-তেও হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা। সেখানে বিনামূল্যে সব ম্যাচ অনলাইনে দেখা যাবে জিও সিনেমার (Jio Cinema)মাধ্যমে।
অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?
বিনামূল্যে সরাসরি স্ট্রিমিং দেখতে হলে জিও সিনেমা অ্যাপে চলে যান। নিজের মোবাইল নম্বর দিয়ে নথিভুক্ত করালেই বিনামূল্যে দেখা যাবে ম্যাচ ।
Spain vs Costa Rica, FIFA Football World Cup 2022 Match When, Where, and How to Watch Live Streaming and TV Telecast With Channel Details Online