High Six from Lungi Ngidi. (Photo Credits: ICC/Twitter)

নতুন দিল্লি, ১৭ মে: আইপিএল মিটলেই ভারতে আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আগামী ৯ জুন থেকে ভারতে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে প্রোটিয়ারা। এই সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। খাতায় কলমে বেশ শক্তিশালী দলই আনছে প্রোটিয়ারা। এবি ডেভিলিয়ার্স, ফাফ দুপ্লেসিদের অবসরের পর দুর্বল হয়ে যায় দক্ষিণ আফ্রিকা বেশ কয়েকজন প্রতিশ্রুতিমান ক্রিকেটার ভারত সফরে আসছেন।

চলতি বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপের দিকে নজর রেখেই ভারতে স্কোয়াড বাছল নেলসন ম্যান্ডেলার দেশের নির্বাচকরা। আসন্ন ভারত সফরে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেবেন তেম্বা বাভুমা। আগামী ৯ জুন দিল্লিতে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজ। আরও পড়ুন: হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে শেষ রাহানের আইপিএল, রাহুলদের বিরুদ্ধে ওপেনে কে

ভারত সফরে দক্ষিণ আফ্রিকা স্কোয়াড

তেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রেজা হেনরিক্স, হেনরিক ক্লাসেন, আইদেন মারক্রম, ডেভিড মিলার, খ্রিস্টান স্টাবস, রাসি ভ্যান ডার দুসেন, মার্কো জানসেন, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি, অ্যানরিক নোকিয়া, ওয়েন পার্নেল, ডোয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি।

দেখে নিন ভারত-দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি ক্রীড়াসূচি:

প্রথম ম্যাচ: ৯ জুন, (বৃহস্পতিবার) নয়াদিল্লি

দ্বিতীয় ম্যাচ: ১২ জুন, (রবিবার), কটক

তৃতীয় ম্যাচ: ১৪ জুন, (মঙ্গলবার), ভাইজাক

চতুর্থ ম্যাচ: ১৭ জুন, (শুক্রবার), রাজকোট

পঞ্চম ম্যাচ: ১৯ জুন, (রবিবার), বেঙ্গালুরু