Gujarat Titans (Twitter/IPL)

IPL 2025: যুদ্ধকালীন পরিস্থিতির জন্য বন্ধের পর সংঘর্ষবিরতির ফের আইপিএল শুরুর তোড়জোড় শুরু হয়েছে। জোর জল্পনা, বৃহস্পতিবার বা শুক্র থেকে ফের আইপিএল ২০২৫ শুরু হতে পারে। বিদেশী ক্রিকেটার, কোচদের ফের ভারতে ফিরিয়ে আনার ব্যাপারে কথা বলা শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। প্লে অফের দৌড়ে থাকা দলগুলি তাদের বিদেশী ক্রিকেটারদের দ্রুত ফেরানোর চেষ্টা করছে। কারণ তাদের দলের ছন্দ ধরে রাখার ব্যাপার রেখেছে।

এরই মধ্যে আজ, রবিবার সন্ধ্যায় আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্র্যাকটিশে নেমে পড়ল গুজরাট টাইটান্স। শুভমন গিলের গুজরাট এখন পয়েন্ট তালিকায় শীর্ষে আছে। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করে গিলরা কার্যত প্লে অফে উঠে গিয়েছেন। গুজরাটের লক্ষ্য এখন পয়েন্ট তালিকায় প্রথম দুইয়ে থেকে কোয়ালিফায়ার ওয়ানে খেলা।

আমেদাবাদে প্র্যাকটিশে গুজরাট টাইটান্স

এদিকে, জোর জল্পনা, বৃহস্পতিবার লখনৌয়ে ঋষভ পন্থের সুপার জায়েন্টস আর বিরাট কোহলির আরসিবি-র ম্যাচ দিয়ে ফের শুরু হবে আইপিএল। ফাইনাল এক সপ্তাহ পিছিয়ে যেতে পারে। ইডেন থেকে ফাইনাল সরে যাওয়া নিয়েও সংবাদামাধ্যমে খবর হয়েছে। যদিও সে সব এখনও জল্পনার স্তরে। সোম অথবা মঙ্গলে বোর্ড সূচি প্রকাশ করলে সবটা পরিষ্কার হবে।