আর ক দিন পরেই কলকাতা নাইট রাইডার্সকে জেতাতে আইপিএলে নামছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। তার আগে বড় পুরস্কার জিতলেন কেকেআর-এর নতুন নেতা। ফেব্রুয়ারিতে আইসিসি-র বিচারে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন আইয়ার। গত মাসে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে দারুণ খেলার পুরস্কার হিসেবে এই স্বীকৃতি পেলেন আইয়ার।
মার্চেও তাঁর ফর্ম অব্যাহত রেখে বেঙ্গালুরু টেস্টে দারুণ ব্যাট করেছেন। দিন রাতের টেস্টে প্রতিকুল পিচ ও পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রথম ইনিংসে ৯২ রানের ইনিংস খেলেন আইয়ার। প্রসঙ্গত, ফেব্রুয়ারিতেই আইপিএলের মেগা নিলামে আইয়ারকে ১২.২৫ কোটি টাকায় কেনে। পরে তাঁকে শাহরুখ খানের দলের নেতৃত্ব ভার তুলে দেওয়া হয়।
দেখুন টুইট
Shreyas Iyer in February:
- Man Of The Match Vs West Indies in 3rd ODI.
- Man Of The Match Vs Sri Lanka in 2nd T20i.
- Man Of The Match Vs Sri Lanka in 3rd T20i.
- Man Of The Series Vs Sri Lanka in the T20i series.
- ICC Men's Player Of The Month.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 14, 2022
আইপিএলের আগের মাস ফেব্রুয়ারিতে কেকেআর অধিনায়কের ট্রফির ক্যাবিনেট একেবারে ভরে গেল। আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে-তে শ্রেয়স আইয়ার জিতেছিলেন ম্যাচ সেরার পুরস্কার। তারপর শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় টি-২০-তে জেতেন ম্যাচ সেরার পুরস্কার। পাশাপাশি শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ সেরার পুস্কারও জিতেছিলেন তিনি।