নতুন ভূমিকায় নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। মঙ্গলবার বুচিবাবু টুর্নামেন্টে বল করতে দেখা গেল শ্রেয়স-কে। তাও আবার তার নাইট রাইডার্সের সতীর্থ তারকা সুনীল নারিন (Sunil Narine)-এর কায়দায় বল করলেন শ্রেয়স আইয়ার। তামিলনাড়ুর বিরুদ্ধে নাইটদের ক্যারিবিয়ান স্পিনার নারিনের বোলিং অ্যাকশন নকল করে বল করতে দেখা গেল শ্রেয়স আইয়ার-কে। একেবারেই বল করতে দেখা যায় না তাঁকে। কিন্তু এদিন আর সাই কিশোরদের স্কোর যখন ৫ উইকেটে ২৮৭ রানে দাঁড়িয়ে তখনই আচমকা মুম্বইয়ের অধিনায়ক সরফরাজ খান বল তুলে দেন শ্রেয়স আইয়ারকে। অবশ্য এদিন কোনও উইকেট পাননি তিনি। বোঝাই যাচ্ছে নেটে নারিনের থেকে বল করার শিক্ষা নিয়েছেন নাইট নেতা শ্রেয়স আইয়ার।
দেখুন সুনীল নারিনের কায়দায় কীভাবে বল করছেন শ্রেয়স আইয়ার
Shreyas Iyer bowling with Sunil Narine action 😭😭 pic.twitter.com/Ah0omGDxgE
— Yash Godara #ICT (@105of70Mumbai) August 27, 2024
এবারের আইপিএল কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার ও দলের মহাতারকা অলরাউন্ডার সুনীল নারিন। কেকেআর-এর এবারের আইপিএলের খেতাব জয়ের পিছনে নারিনের অবদানের কথা বারবার বলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। আবার অধিনায়ক শ্রেয়স আইয়ারের ছোট ছোট সিদ্ধান্ত নাইটদের আইপিএলের খেতাব এনে দেয় তা বারবার বলেছেন নারিন। শ্রেয়স আর নারিনের সম্পর্কটাও দারুণ। সেই নারিনের ঢঙে বল করতে দেখা গেল শ্রেয়স আইয়ার-কে।