Shreyas Iyer. (Photo Credits: BCCI)

Shreyas Iyer: কলঙ্ক মুছে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ঢুকে পড়তে চলেছেম ভারতের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার। ঘরোয়া ক্রিকেট খেলতে না চাওয়ার শাস্তিতে গত বছর মে-তে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয় শ্রেয়স আইয়ার-কে। সাম্প্রতিককালে ওয়ানডে-তে ভারতের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার শ্রেয়স-কে সেন্ট্রাল কন্ট্রাক্টে ফিরিয়ে নিচ্ছে বিসিসিআই (BCCI)। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত খেলছেন শ্রেয়স।

পাকিস্তানের বিরুদ্ধে ৫৬ রান, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৭৯ ও সেমিফাইনালে গুরুত্বপূর্ণ সময়ে ৪৫ রানের ইনিংস খেলেন মুম্বইয়ের অধিনায়ক। চার নম্বরে নেমে শ্রেয়স এখন টিম ইন্ডিয়ার মিডল অর্ডারে স্তম্ভ। বাদ পড়ার আগে বোর্ডের সেন্ট্রাল কন্ট্রাক্টে গ্রেড বি-তে ছিলেন শ্রেয়স। গত বছর মে-তে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয় শ্রেয়স আইয়ার ও ইশান কিষাণ। শ্রেয়স ও ইশানের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা ইচ্ছাকৃতভাবে ঘরোয়া ক্রিকেট এড়িয়ে যাচ্ছেন।

কে বাদ দিয়েছিলেন

ঘরোয়া ক্রিকেট খেলতে না চাওয়ায় শাস্তি হিসেবে নির্বাচক মণ্ডলীর প্রধান অজিত আগরকর বোর্ডের সেন্ট্রাল কনট্রাক্ট বা কেন্দ্রীয় চুক্তি থেকে শ্রেয়স আইয়ার ও ইশান কিষাণকে বাদ দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন। আগরকের কথা মত শ্রেয়স ও ইশান-কে সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ দেওয়া হয়।

বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটাররা কে কত পান

গ্রেড এ প্লাস তালিকায় থাকা ক্রিকেটাররা বার্ষিক ৭ কোটি, গ্রেড এ-র ৫ কোটি, গ্রেড বি-র ৩ কোটি, গ্রেড সি-র ১ কোটি টাকা পান।