ইন্দোনেশিয়া: ইন্দোনেশিয়ায় একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে একেবারে ভয়াবহ ঘটনা গেল। শনিবার রাতে জাভা প্রদেশের মালাং শহরের কাঞ্জুরুহান স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার শীর্ষ লিগ বিআরআই লিগা ওয়ানের একটি ফুটবল ম্যাচ চলাকালীন রীতিমতো দাঙ্গা বেঁধে যায়। দাঙ্গা এবং তার পরে পদদলিত হয়ে কমপক্ষে ১২৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। নিহতদের মধ্যে শিশু এবং পুলিশও রয়েছে।
At least 127 dead after violence at football match in Indonesia, reports AFP News Agency citing Police
— ANI (@ANI) October 2, 2022
The deaths occurred when angry fans invaded a football pitch after a match in East Java. Two of the dead were police. Thirty-four people died inside the stadium and the rest died in hospital, reports AFP News Agency citing East Java police chief Nico Afinta
— ANI (@ANI) October 2, 2022
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের মালাং শহরের কাঞ্জুরুহান স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে ফুটবল ম্যাচটি চলছিল। মুখোমুখি হয়েছিল পার্সেবায়া সুরাবায়া এবং আরেমা ফুটবল ক্লাব। পার্সেবায়া তার ঘরের মাঠে আরেমাকে হারিয়ে দেয়। আর এর পরেই শত শত বিক্ষুব্ধ সমর্থক মাঠে নেমে পড়ে। শুরু হয় ঝামেলা।
#Breaking: Just in - At least 108 people confirmed dead after a football match between Arema and Persebaya in #Indonesia, after they were cornered by riot police after a clash, and got tear gassed, with no other place to run or hide and dying of oxygen shortages duo to the gas. pic.twitter.com/S9mEPJVpUg
— Sotiri Dimpinoudis (@sotiridi) October 1, 2022
#Update: Just in - Other video footage of when a clash broke out after a football match between Arema and Persebaya in #Indonesia, after they were cornered by riot police, and got tear gassed to death, resulting in 127 people dead and 180 people injured of oxygen shortages. pic.twitter.com/ZZdr7RbgnM
— Sotiri Dimpinoudis (@sotiridi) October 1, 2022