Cooper Connolly (Photo Credit: Cricket Australia/ X)

Australia vs India ODI Series 2025: আগামী রবিবার, ১৯ অক্টোবর থেকে পারথে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। রোহিত শর্মার উত্তরসূরি হিসাবে টেস্টের পর এবার ওয়ানডে ক্রিকেটার অধিনায়ক শুভমন গিল যুগের সূচনা হচ্ছে। অন্যদিকে, প্যাট কামিন্সের অনুপস্থিতিতে মিচেল মার্শের নেতৃত্বে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ওয়ানডে-তে সাম্প্রতিককালে কিছুটা খারাপ পারফরম্যান্স থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট দলের মধ্যে সিরিজ শুরুর আগেধাক্কা খেল অজি শিবির। সিরিজের প্রথম ওয়ানডে-তে খেলতে পারবেন না তারকা স্পিনার অ্যাডাম জাম্পা ও উইকেটকিপার-ব্যাটার জোশ ইংলিশ। এই দুই ক্রিকেটারের পরিবর্তে পার্থে অজি স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে স্পিনার ম্যাথু কুহনেমান ও উইকেটকিপার জোশ ফিলিপকে। বাবা হতে চলায় সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতেপারথ ওয়ানডে-তে না খেলার সিদ্ধান্ত নেন জাম্পা। জাম্পার বাড়ি নিউ সাউথ ওয়েলশে, আর প্রথম ওয়ানডে হচ্ছে পারথে। দুটি জায়গার মধ্যে দূরত্ব। সন্তান সম্ভবা স্ত্রীর শরীরের এমার্জেন্সি অবস্থার কথা ভেবেই টিম ইন্ডিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ থেকে সরে দাঁড়ালেন।

অন্যদিকে, পায়ের পেশীর চোট না সারায় খেলার মত অবস্থায় নেই উইকেটকিপার জোশ ইংলিশ। ইংলিশের পরবির্তে স্কোয়াডে এসেই পারথে উইকেটের পিছনে গ্লাভস হাতে নামবেন জোশ ফিলিপ। চার বছর পর ওয়ানডে খেলতে নামবেন ফিলিপ। তিনি সুযোগ পেলেন শুধু ইংলিশের চোটের জন্যই নয়, পাশাপাশি অস্ট্রেলিয়ার এক নম্বর উইকেটকিপার আলেক্স ক্যারি অ্যাসেজ সিরিজের প্রস্তুতির জন্য শেফিল্ড শিল্ড খেলতে ব্য়বস্থা থাকায় টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলছেন না।

অস্ট্রেলিয়ার পাখির চোখে আগামী ডিসেম্বরে শুরু হতে চলা অ্যাসেজের দিকে। তাই ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে টেস্ট দলের ক্রিকেটারদের হিসাব করে ব্যবহার করা হচ্ছে। ক্য়ামেরুন গ্রিন সিরিজের প্রথম দুটি ওয়ানডে-তে খেললেও, শেষেরটিতে না খেলে অ্যাসেজের প্রস্তুতিতে শেফিল্ড শিল্ডে নামবেন।

পারথে কেমন হতে পারে অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড

মিচেল মার্শ (অধিনায়ক), ট্রাভিস হেড, ক্যামেরুন গ্রিন, ম্যাথু শর্ট, জোশ ফিলিপ (উইকেটকিপার), ম্যাট রেনশ/ মিচেল ওয়েন, কুপার কোননলি, নাথান এলিস, জোশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, ম্যাথু কুহনেমান। দ্বাদশ ব্যক্তি- বেন ডোয়ারশুইস