Babar Azam (Photo Credit: Babar Azam/ X)

বিরাট কোহলির দুরন্ত ব্যাটিংয়ে আরও একবার পরাস্ত হয়েছে পাকিস্তান। রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বি-র ম্যাচে মহম্মদ রিজওয়ানের দলকে ৬ উইকেটে হারায় রোহিত শর্মা ব্রিগেড। শুধু বিরাটের সেঞ্চুরির কাছেই নয়, সব বিভাগেই পরাস্ত হন রিজওয়ানরা। সৌদ শাকিলের ব্যাটিং, আর শাহিন আফ্রিদির কয়েকটি দুরন্ত ডেলিভারি ছাড়া আর কোনও কিছুতেই টিম ইন্ডিয়াকে সমস্যায় ফেলতে পারেনি পাকিস্তান। আর নিজের দেশের ক্রিকেট দেখে ক্ষুব্ধ প্রাক্তন পাক তারকা পেসার শোয়েব আখতার। নাম না করে পাকিস্তানের কোচ আকিব জাভেদ ও অধিনায়ক মহম্মদ রিজওয়ানের সমালোচনা করলেন শোয়েব।

পাকিস্তানের হতাশার হার নিয়ে স্পিডস্টার শোয়েব আখতার বললেন, "আমাদের জেতার সংস্কৃতিটাই হারিয়ে গিয়েছে। দুবাইয়ে আমাদের দলের ক্রিকেটারাদের দেখে কখনই মনে হয়নি ওরা জিততে পারে। জেতার খিদে, বডি ল্য়াঙ্গুয়েজটাও একেবারে খারাপ ছিল।"

দুবাইয়ের পিচে একমাত্র একজন স্পেশালিস্ট স্পিনার খেলানো নিয়ে পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের তীব্র সমালোচনা করে শোয়েব বললেন, ওদের মস্তিষ্কহীন বলেই মনে হচ্ছে। প্রসঙ্গত, ভারতের তারকা স্পিনার কুলদীপ যাদব ৩টি, জাদেজা ও অক্ষর প্যাটেল ১টি করে উইকেট নেন। সেখানে পাকিস্তানের একমাত্র আব্রার আহমেদ বেশ ভাল বল করে শুবমন গিলকে আউট করেন।

রিজওয়ানদের সমালোচনা শোয়েব আখতারের

 

আব্রার গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার পাশাপাশি ১০ ওভারে মাত্র ১টি উইকেট নেন। পাক লেগ স্পিনার পিচ থেকে বেশ সাহায্য পান। কিন্তু আব্রার ছাড়া পাক দলে যে দুই দুইজন স্পিন বল করলেন সেই সলমন আঘা ও খুশদিল শাহ-কে পার্টটাইম স্পিনার বলা চলে। সলমন ও খুশদিল মিলে ৯.৩ ওভারে ৫৩ রান দিয়ে কোনও উইকেট পাননি।