Shafali Varma Replaces Pratika Rawal: আচমকা দেশের মাটিতে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে গেলেন ভারতীয় মহিলা দলের তারকা ব্যাটার শেফালি ভর্মা। তারকা ওপেনার প্রতীকা রাওয়াল গতকাল, রবিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচে গুরুতর চোট পান। মারাত্মক চোট পাওয়ায় প্রতীকা মহিলাদের চলতি ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। প্রতীকার পরিবর্তে হরমনপ্রীত কৌরদের বিশ্বকাপে স্কোয়াডে নেওয়া হল শেফালি ভর্মা-কে। খুব সম্ভবত, আগামী বৃহস্পতিবার নবি মুম্বইয়ে স্মৃতি মন্ধনার সঙ্গে ওপেন করতে দেখা যাবে শেফালি-কে।
খারাপ ফর্মের কারণে বাদ পড়েছিলেন ২১ বছরের শেফালি
দেশের হয়ে ২৯টি ওয়ানডে খেলা ২১ বছরের হরিয়ানার তারকা ওপেনার শেফালিকে বাদ দিয়ে, বিশ্বকাপ দলে রাখা হয়েছিল ফর্মে থাকা প্রতীকাকে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ সেঞ্চুরি করে দলকে জিতিয়ে সেমিফাইনালে তুলেছিলেন প্রতীকা। চলতি বিশ্বকাপে স্মৃতি মন্ধনার পর প্রতীকাই দ্বিতীয় সর্বাধিক রানগসংগ্রহকারী ব্যাটার ছিলেন।
বিশ্বকাপ শেষ প্রতীকা রাওয়ালের
Pratika Rawal ruled out of the Women’s World Cup. pic.twitter.com/Rbe0DqOfwX
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 27, 2025
বৃহস্পতিবার অজিদের বিরুদ্ধে সেমিতে ওপেন করতে চলেছেন শেফালি
কিন্তু গতকাল, রবিবার লিগের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর চোট পেয়ে প্রতীকার বিশ্বকাপ শেষ হয়ে যায়। ব্যাট হাতে খারাপ ফর্মের কারণেই প্রতীকার সঙ্গে লড়াইয়ে পিছিয়ে পড়ে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছিলেন শেফালি। এবার সেই প্রতীকার চোটেই তাঁর দেশের মাটিতে বিশ্বকাপে খেলার স্বপ্ন সত্য়ি হওয়ার পথে।