SC East Bengal vs ATK Mohun Bagan, ISL 2021–22: ডার্বির আগে কলকাতার দুই বড় দলের শেষ পাঁচ সাক্ষাৎ একনজরে
SC East Bengal vs ATK Mohun Bagan (Photo credit: Twitter)

কলকাতা, ২৪ নভেম্বর: আর মাত্র ২ দিন। তারপর অষ্টম আইএসএলে (ISL 2021-22) কলকাতা ডার্বি (Kolkata Derby) হতে চলেছে গোয়ার মাঠে। ইতিমধ্যেই ডার্বি উত্তেজনায় ফুটছে দুই দলের সমর্থকরা। এটিকে মোহনবাগান (ATK Mohunbagan) এবং এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) ফুটবলাররাও জানে এই ম্যাচের গুরুত্বের কথা। এখনও পর্যন্ত এই দুই দল মুখোমুখি হয়েছে ৩২০ বার। যার মধ্যে ১২১ বার জিতেছে লাল-হলুদ। আর ৯২ বার জিতেছে সবুজ-মেরুন। ১০৭ বার ড্র হয়েছে দুই দলের। আরও পড়ুন: 

IPL 2022: ২ এপ্রিল থেকে চেন্নাইয়ে শুরু হতে পারে আগামী আইপিএল

তবে এই দুই দলে শেষ পাঁচ সাক্ষাৎকার এক নজরে দেখে নেওয়া যাক -

১) ১৯ ফেব্রুয়ারি ২০২১ : এই ম্যাচে এটিকে মোহনবাগান জেতে ৩-১ গোলে। এটিকে মোহনবাগানের হয়ে গোল করেন রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস এবং জাভি হার্নান্ডেজ।

২) ২৭ নভেম্বর ২০২০: এই ম্যাচেও ইস্টবেঙ্গলকে অনায়াসে হারায় মোহনবাগান। রয় কৃষ্ণ এবং মনবির সিংয়ের গোল করে দলকে ২-০ ব্যবধানে ম্যাচ জেতায়।

৩) ১৯ জানুয়ারি ২০২০: ইস্টবেঙ্গলকে ২-১ ব্যবধানে হারায় মোহনবাগান। মোহনবাগানের হয়ে গোল করেন জোসেবা বেইটিয়া এবং বাবা দিওয়ারা। আর ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন মার্কোস মার্টিন।

৪) ১ সেপ্টেম্বর ২০১৯: কলকাতা প্রিমিয়ার ডিভিশনের এই ম্যাচ ড্র হয়।

৫) ১৬ ডিসেম্বর ২০১৮: এই ডার্বিতে ৫ গোল দেখতে পেয়েছিল দুই দলের সমর্থকরা। ৩-২ গোলে ম্যাচ জেতে ইস্টবেঙ্গল।