টোকিও, ২৪ জুলাই: টোকিও অলিম্পিকে শ্যুটিং রেঞ্জ থেকে দারুণ খবর। গেমসে উদ্বোধনের পরদিনই পদক জেতার আশা জাগালেন ভারতের শ্যুটার সৌরভ চৌধুরী (Saurabh Chaudhary)। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডে ৫০ জনের মধ্যে প্রথম হয়ে ফাইনালে ওঠেন সৌরভ। কোয়ালিফিকেশনে প্রথম আটজন থাকা শ্যুটারদের নিয়ে হয় ফাইনাল। এই ইভেন্টে ভারতের অপর শ্যুটার অভিষেক ভর্মা অবশ্য ১৭তম স্থানে শেষ করায় ফাইনালে খেলা হচ্ছে না।
Cometh the hour, cometh the man!
Saurabh Chaudhary storms into Final of 10m Air Pistol event as he topped the Qualification with 586 pts. Abhishek finished 17th with 575 points. Poor series of 92 in final costed him big time. #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/CUE15amfb2
— India_AllSports (@India_AllSports) July 24, 2021
এয়ার পিস্তলের এই ইভেন্টে সৌরভকে নিয়ে ভারতের অনেক আশা। বিশ্ব চ্যাম্পিয়নশিপে সৌরভ টোকিওতে কোয়ালিফিকেশনে যেভাবে অপ্রতিরোধ্য কায়দায় খেললেন, তাতে গোটা দেশ এখন তাঁর পদক জয়ের অপেক্ষায়। এবারের টোকিও গেমসে প্রথম সোনার পদকটি জেতেন চিনের মহিলা শ্যুটার। দেখুন পদকতালিকা।
এদিকে, পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসে শুরুতেই বিদায় নিলেন ভারতের তারকা শাটলার সাই প্রণীত। ইজরায়েলের মিশা জিলবারম্যানের লকাছে প্রণীত হারলেন ২১-১৭, ২১-১৫।
এদিকে, তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টে কোয়ার্টার ফাইনালে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবে ভারতীয় দল (দীপিকা কুমারি, প্রবীণ যাদব জুটি)। এদিকে, গেমসের শুরুতেই একটা খেলায় ভারতের পদক জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেল। টোকিও গেমসে অংশ নেওয়া দেশের একমাত্র জুডোকা সুশীলা দেবী লিকমাবাম মহিলাদের ৪৮ কেজি বিভাগের প্রথম রাউন্ডেই হাঙ্গেরির ইভা সেসরোনোস্কির বিরুদ্ধে হারেন ০-১০। জুডোতে আর কোনও বিভাগে কোনও ভারতীয় খেলার যোগ্যতা পাননি। ফলে জুডোতে পদক জয়ের আশা শেষ ভারতের। পুরুষদের হকিতে দারুণ শুরু ভারতের। গ্রুপ এ-র প্রথম খেলায় ভারত (Inddia) ৩-২ গোলে হারাল নিউ জিল্যান্ড (New Zeland)-কে। অনবদ্য গোলকিপিং করে দেশের হৃদয় জিতলেন শ্রীজেশ। শুরু থেকে ঝড় তুলে ম্যাচের ৩৩ মিনিটের মধ্যেই ৩-১ গোলে এগিয়ে গিয়েছিল ভারত।