Virat-Kohli-Sam-Konstas-engage-in-argument (Photo Credit: X@7Cricket)

INDA vs AUSA Test: ভারতীয় এ দলের বিরুদ্ধে আনঅফিসিয়াল প্রথম টেস্টের প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া এ দল করল ৫ উইকেটে ৩৩৭ রান। শ্রেয়স আইয়ারদের বিরুদ্ধে লখনৌয়ে এই পাঁচদিনের টেস্টে ওপেনিং জুটিতে দুই অজি ওপেনার স্যাম কন্সটাস (Sam konstas) ও ক্য়াম্পবেল কেলাওয়ে ১৯৮ রান যোগ করেছিলেন। কিন্তু সেখান ২৬ রানের মধ্য়ে পরপর চারটি উইকেট হারায় অজিরা। গত বছরক ডিসেম্বরে বক্সিং ডে টেস্টে ভারতের বিরুদ্ধে অভিষেক টেস্টে ওপেন করতে নেমে ৬০ রানের ইনিংস খেলে বাহবা পাওয়া কোন্সটাস এদিন লখনৌ মাতিয়ে দিলেন। এ দলের জার্সিতে ১০৯ রানের দুরন্ত ইনিংস খেললেন ১৯ বছরের তারকা অজি ওপেনার। এদিন তাঁর ১৪৪ বলে ঝাঁ চকচকে ইনিংসে ছিল ৩টি সুবিশাল ওভার বাউন্ডারি ও ১০টি বাউন্ডারি।

অপর অজি ওপেনার ক্যাম্পবেল করেন ৮৮ রান। ভারতীয় এ দলের স্পিনার অলরাউন্ডার হর্ষ দুবে তিনটি উইকেট তুলে নিয়ে দলকে ম্যাচে ফিরিয়েছিলেন। তবে পঞ্চম উইকেটে কুপার কন্নোলি (৭০) ও লিয়াম স্কট (৪৭) ভাল পার্টনারশিপ করে অজিদের নির্ভরতা দেন। খলিল আহমেদ ও গুরনুর ব্রাপ ১টি করে উইকেট পান। অজি এ দলকে নেতৃত্ব দেওয়া নাথান ম্যাকসুইনি (১)-কে দ্রুত পেরান দুবে। সারাদিন বল করেও কোনও উইকেট পাননি প্রসিধ কৃষ্ণা ও স্পিনার তানুষ কৈতান।

শ্রেয়স আইয়ারের নেতৃত্বে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে অস্বীকৃত টেস্ট এ নেমেছে ভারতীয় এ দল। ভারতীয় এ দলের হয়ে এই টেস্টে খেলছেন অভিমন্য়ু ঈশ্বরণ, উইকেটকিপার নারায়ন জগদীশন, সাই সুদর্শন, দেবদূত পাদিক্কাল, ধ্রুব জুরেল-রা।