Jasprit Bumrah (Photo Credit: BCCI/ X)

Sahibzada Farhan hit three sixes off Jasprit Bumrah: পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহানের বড় কীর্তি। টি-২০ ক্রিকেটে এখন দুনিয়ার অন্যতম সেরা বোলার জসপ্রীত বুমরার ওভারে তিনটি ওভার বাউন্ডারি হাঁকালেন ফারহান। রবিবার এশিয়া কাপের ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ঝড় তুললেন পাক ওপেনার ফারহান। টি-২০ আন্তর্জাতিকে এই প্রথম বুমরার বলে একটি ম্যাচে কোনও ব্যাটার তিনটি ছক্কা হাঁকালেন। গত রবিবার সুপার সিক্সের ম্যাচের পর এদিন দুবাইয়ে ফাইনালেও হাফ সেঞ্চুরি করলেন ফারহান। শেষ পর্যন্ত ৩৮ বলে ৫৭ রান করে বরুণ চক্রবর্তীর বলে আউট হন ২৯ বছরের এই পাক ওপেনার। এদিন ৩টি ওভার বাউন্ডারি ও ৫টি বাউন্ডারি হাঁকান ফারহান। গত রবিবার সুপার ফোরে হাফ সেঞ্চুরির করার পর সেলিব্রেশনে AK-47 বন্দুকের মত ব্যাট ধরে দর্শকাসনের দিকে ইঙ্গিত করেন। যে কারণে তীব্র বিতর্কের পর ক্ষমা চান ও আইসিসি-র সতর্কতার মুখে পড়েন ফারহান।

হার্দিকের পরিবর্তে ইনিংসের প্রথম ওভারে বল করলেন শিবম দুবে

এদিন, চোটের কারণে ফাইনালে খেলছেন না হার্দিক পান্ডিয়া। হার্দিকের পরিবর্তে ইনিংসের প্রথম ওভারে বল করেন শিবম দুবে। প্রথম দু ওভারে মাত্র ১২ রান দেন দুবে। যেখানে বুমরা দু ওভারে দেন ১৮ রান। এদিন পাকিস্তান ওপেনিং জুটিতে করেছে ৫৮ বলে ৮৪ রান। হার্দিক পান্ডিয়ার পরিবর্তে এদিন প্রথম একাদশে নেওয়া হয়েছে কেকেআর তারকা রিঙ্কু সিংকে।

দেখুন খবরটি

ফাইনালে খেলছেন রিঙ্কু সিং

প্রথমবার পাকিস্তানকে ফাইনালে হারিয়ে এশিয়া কাপ জিততে হলে ভারতকে রান সফলভাবে তাড়া করতে হবে। রবিবার দুবাইয়ে ফাইনালে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। এদিনও দুই দলের অধিনায়করা হাত মেলালেন না। চোটের কারণে ফাইনালে খেলতে পারছেন না তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। গত শুক্রবার সুপার ফোরের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন হার্দিক। তাঁর চোট না সারায় ফাইনালে রিঙ্কু সিংকে খেলাচ্ছে টিম ইন্ডিয়া। চলতি টুর্নামেন্টে এর আগের দুটি রবিবারও রান তাড়া করে জিতেছিল টিম ইন্ডিয়া।