Sachin Tendulkar Wishes Virat Kohli. (Photo Credits:X)

৯ বছর আগে মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে তাঁর ৪৯তম সেঞ্চুরিটা যখন করেছিলেন সচিন তেন্ডুলকর, তখন অনেকেই বলেছিলেন এই রেকর্ড হয়তো আর কখনই ভাঙা যাবে না। ওয়ানডে-তে ৪৯ সেঞ্চুরি! সে কী আর যেমননতেমন কথা! কিন্তু বিরাট কোহলি নামের এখন এক ঝড় আন্তর্জাতিক ক্রিকেটে জন্ম নিল যাতে সব অসম্ভব সম্ভব হয়ে গেল। রবিবার ইডেন উদ্যানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর ৩৫ তম জন্মদিনে তিন অঙ্কের করে ওয়ানডে-তে সচিনের ৪৯টা সেঞ্চুরির বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেললেন কোহলি।

ইডেনে কোহলির সেঞ্চুরির ঠিক পরেই এক্স প্ল্যাটফর্মে সচিন অভিনন্দন জানিয়ে লিখলেন, দারুণ খেললে বিরাট। ৪৯ থেকে ৫০-এ যেতে আমার পাক্কা একটা বছর লেগে গেল। তবে আশা করি আগামী ক'দিনের মধ্যে তিনি আমার রেকর্ড ভেঙে ৪৯ থেকে ৫০টা সেঞ্চুরি করে ফেলবে।" সচিন চলতি বছর ৫০ বছরে পা দেন, সেটাই মজা করে কোহলিকে উদ্দেশ্য করে লিখলেন, ৪৯ থেকে ৫০-এ পৌঁছতে আমার পাক্কা এক বছর লাগল। তবে আশা করি ৪৯ থেকে ৫০টা সেঞ্চুরি তুমি আগামী ক দিনেই করে ফেলবে।

দেখুন সচিনের অভিনন্দন বার্তা

প্রসঙ্গত, ওয়ানডে-তে ৪৯টা সেঞ্চুরি করতে সচিনের লেগেছিল ৪৬৩টি ওয়ানডে ম্যাচ, সেখানে বিরাট সমসংখ্যাক সেঞ্চুরি করতে নিলেন ২৭৭টি ওয়ানডে ইনিংস।

সচিনের রেকর্ড ছুঁয়ে বিরাট বললেন, " ভগবানের কাছে আমি কৃতজ্ঞ। এত দর্শকের সামনে জন্মদিনে সেঞ্চুরি করাটা স্বপ্নের ব্যাপার। কেমন যেন মনে হচ্ছে সবটাই স্বপ্ন। এমন ধরনের মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। যেভাবে ভক্তরা আমায় ভালবাসা দিল তা ভোলা যাবে না। দেশের হয়ে প্রতিটা ম্যাচ খেলার সুযোগ পাওয়াটাই আমার কাছে অনেক বড় ব্য়াপার। আর এমন একটা দিন আমার মন ভরিয়ে দিল।"