আগামিকাল, মঙ্গলবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি অস্ট্রেলিয়া-আফগানিস্তান। ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়ে আফগানদের সামনে সুযোগ সেমিফাইনালে ওঠার। তবে সেক্ষেত্রে কাল ওয়াংখেড়েতে অজিদের হারিয়ে সবচেয়ে বড় অঘটনটা অঘটাতে হবে রশিদ খানদের। আর এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ওয়াংখেড়েতে গিয়ে আফগানিস্তানের অনুশীলনে রশিদ খান, গুরবাজ, নবীন উল হকদের সঙ্গে কথা বললেন সচিন। অজিদের হারাতে রশিদদের টিপস দিলেন সচিন। মাস্টার ব্লাস্টারকে গোল হয়ে ঘিরে ধরে নানা বিষয়ে প্রশ্ন করলেন রশিদরা। আফগান ক্রিকেটাররা বারবার সচিনের থেকে বোঝার চেষ্টা করলেন অজি বধের মন্ত্র।
সচিনের কথা শুনে উজ্জীবিত দেখাল রশিদদের। আফগান দলের মেন্টর হিসেবে থাকা অজয় জাদেজা বললেন, সচিনের মত ক্রিকেটঈশ্বরের পেপ টক আমাদের দারুণ কাজে দেবে। আরও পড়ুন-দিল্লিতে সময় শেষের ঐতিহাসিক আউট! সাকিবের অবাক আপিলে ক্রিকেটে প্রথমবার 'টাইম আউট' ম্যাথুজ
দেখুন ছবিতে
Sachin Tendulkar talking with the Afghanistan team at Mumbai.
- This is a beautiful gesture by Sachin. pic.twitter.com/aZRbInCoOa
— Johns. (@CricCrazyJohns) November 6, 2023
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অঘটন ঘটানো সম্ভব। এটা আফগান ক্রিকেটাররা বিশ্বাস করতে শুরু করছেন। ৭ ম্যাচে আফগানদের পয়েন্ট এখন ৮। সেখানে সম সংখ্যক ম্যাচে প্যাট কামিন্সদের পয়েন্ট ১০। রশিদদের হারালে অজিদের সেমিফাইনালে ওঠা পুরোপুরি নিশ্চিত হবে। অন্যদিকে, অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেমির পথে আফগানদের দরজা খোলার পাশাপাশি পাকিস্তান, নিউ জিল্যান্ডের জন্য সুযোগ তৈরি হবে।