Rubina Francis win Bronze Medal. (Photo Credits: X)

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪ (Paris Paralympics 2024)-এ ভারতের পঞ্চম পদকটা জিতলেন রুবিনা ফ্রান্সিস (Rubina Francis)। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের SH1 বিভাগে ব্রোঞ্জ জিতলেন মধ্যপ্রদেশের প্যারা পিস্তল শ্যুটার রুবিনা। এই প্রথম কোনও ভারতীয় মহিলা পিস্তল শ্য়ুটার প্যারালিম্পিক্সে পদক জিতলেন। এর আগে প্যারালিম্পিক্সে ভারতীয় মহিলারা রাইফেল শ্যুটিংয়ে পদক জিতলেও কখনও পিস্তল শ্যুটিংয়ে পদক জেতেননি। রুবিনা সেটাই করে দেখালেন।

এই বিভাগে সোনা জিতলেন ইরানের প্যারা শ্যুটার সারেহা ভাজানমার্দি। রুপো জেতেন ক্রিস্টানা ডেভিড।

প্যারিস প্যারালিম্পিক্সে ব্রোঞ্জ জিতলেন রুবিনা ফ্রান্সিস

চলতি প্যারালিম্পিক্সে ভারতীয়রা এখনও পর্যন্ত মোট পাঁচটি পদক জিতেছেন। তার মধ্যে আছে ১টি সোনা, ১টি রুপো, ও ৩টি ব্রোঞ্জ। প্যারা শ্যুটিংয়ে একটি সোনা সহ এসেছে ৪টি পদক। প্যারা অ্য়াথলিটে ১০০ মিটারে ব্রোঞ্জ জিতেছেন প্রীতি পাল। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের Sh1 সোনা জেতেন অবনী লেখারা। এই বিভাগেই ব্রোঞ্জ জেতেন ভারতের মোনা আগরওয়াল।