
লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় দুই তারকা গতকাল রাতে নেমেছিলেন দুটো আলাদা টুর্নামেন্টের ম্যাচে। পিএসজি-র জার্সিতে মেসি নেমেছিলেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র ম্যাচে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে। অন্যদিকে, প্রিমিয়র লিগে ব্রাইটনের বিরুদ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে নেমেছিলেন রোনাল্ডো। সেই দুটো ম্যাচে বিশ্ব ফুটবলের দুই মহাতারকা দুজনে দু প্রান্তে থাকলেন, দিনের শেষ অবশ্য দুজনেই জয়ী দলের হয়েই থাকলেন।
প্যারিসে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচের ৬২ মিনিট মেসি পেনাল্টি মিস করেন। মেসির পেনাল্টি দুরন্ত কায়দায় বাঁচান রিয়ালের গোলকিপার থিবস কুর্তিস। আর অন্যদিকে, মেসির পেনাল্টি মিসের ঠিক মিনিটখানেক বাদেই প্রিমিয়র লিগে ব্রাইটনের বিরুদ্ধে ম্যাচের ৫১ মিনিটে দুরন্ত গোল করেন রোনাল্ডো। দুরন্ত শটে গোলের খরা কাটালেন সিআরসেভেন। ৫ ম্যাচ পর ক্লাবের জার্সিতে গোল করলেন রোনাল্ডো। এটাই তাঁর কেরিয়ার সবচেয়ে বেশি ম্যাচে গোল না করার রেকর্ড। প্রায় একই সময়ে মেসির মিস আর রোনাল্ডোর স্কোরের এই মুহূর্তটা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আরও পড়ুন: পাল্টে গেল ম্যাচের তারিখ, টিম ইন্ডিয়ার খেলা কবে!
দেখুন সেই দুটো মুহূর্ত, মেসির পেনাল্টি মিস, রোনাল্ডোর গোল
Messi misses his penalty, one minute later, Ronaldo scores a goal. #PSGRMA #ManUtd #Messi #Ronaldo pic.twitter.com/3ccpAGu4An
— Amir Mero (@AmirMadridista0) February 15, 2022
মেসির পেনাল্টি মিস সত্ত্বেও কিলিয়ান এমবাপের করা ৯৪ মিনিটের নাটকীয় গোলে ১-০ রিয়াল মাদ্রিদকে হারায় পিএসজি। ৯ মার্চ ফিরতি লিগে মাদ্রিদে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-পিএসজি। আজ, বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে প্রি কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অস্ট্রিয়ার ক্লাব রেড বুল সালজবুর্গের বিরুদ্ধে নামছে বায়ার্ন মিউনিখ।
দেখুন টুইট
Messi penalty miss and Ronaldo goal in the same minute pic.twitter.com/3CKYXURJeb
— ✍️ (@ADV14i) February 15, 2022
অন্যদিকে, প্রিমিয়র লিগে ব্রাইটনের বিরুদ্ধে রোনাল্ডোর গোলের পর খেলার ইনজুরি টাইমে দলের দ্বিতীয় গোলটি করেন ব্রুনো ফার্নান্ডেজ। জোড়া গোলে এই জয়ের সুবাদে লিগ তালিকায় চার নম্বরে উঠে এলেন রোনাল্ডোরা (২৫ ম্যাচে ৪৩ পয়েন্ট)। প্রিমিয়র লিগে প্রথম চারের মধ্যে থাকলে, আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার যোগ্যতা মেলে।