Rohit Sharma Weight Loss. (Photo Credits:X)

Rohit Sharma: গত বছর টি-২০ বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা। চলতি বছর মে মাসে ইংল্যান্ড সফরের আগে টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন রোহিত। তবে ওয়ানডে-তে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন ৩৮ বছরের মুম্বইয়ের তারকা ব্যাটার। ক্রিকেট কেরিয়ারের সূর্যাস্তের মুখে দাঁড়িয়ে রোহিতের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছিল। বেশ কিছু ছবিতে গত কয়েক মাস ধরে দেখা যাচ্ছিল রোহিতের দেহে বেশ মেদ জমা হয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্ট দাবি করা হয়েছে, গত কয়েক মাসের পরিশ্রমে রোহিত ২০ কেজি ওজন কমিয়েছেন।

ব্রোঙ্কো টেস্টে পাশ রোহিত

এদিকে, ফিটনেস পরীক্ষার জন্য বোর্ড আরও কঠিন পরীক্ষা আনে। যার ফলে রোহিতকে নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কিন্তু আগামী অক্টোবরে অস্ট্রেলিয়া সিরিজের জন্য নিজেকে তৈরি রাখতে বেশ পরিশ্রম করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। এর ফলে বেশ কিছু দিনের মধ্যে রোহিতের চেহারায় বড় বদল আসে। ফিটনেস টেস্টের জন্য ব্রোঙ্কো পরীক্ষাতেও শুধু পাশ নয়, বেশ নম্বর পান রোহিত।

দেখুন রোহিতের ওজন বদল

রোহিতের নেতৃত্বে গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া

তাঁকে শেষবার দেশের হয়ে খেলতে দেখা গিয়েছে, গত মার্চে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। রোহিতের নেতৃত্বে ভারত গত বছর টি-২০ বিশ্বকাপ ও চলতি বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে। খুব সম্ভবত, আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও টিম ইন্ডিয়ার নেতৃত্বে দেবেন তিনিই।