রোহিত শর্মা ও বিরাট কোহলি-কে দেশের টি-২০ দলে ফিরিয়ে আনা হল। আগামী বৃহস্পতিবার থেকে মোহালিতে শুরু হতে চলা আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে দেশকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে সেমিফাইনালে হারের পর থেকে আর আন্তর্জাতিক টি-২০-তে খেলছেন না বিরাাট-রোহিত। শেষবার বিরাট ও রোহিত আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছিলেন, অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ নভেম্বর, ২০২২ সালে। এবার ১৪ মাস পর দেশের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলবেন দু জনে।
গত দুটি টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর সিনিয়রদের বাদ দিয়ে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে তরুণ দল নিয়েই ২০২৪ টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে নামাতে চেয়েছিল বোর্ড। কিন্তু গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর মত বদলান বোর্ড কর্তারা। তরুণ ক্রিকেটাররা ভাল খেললেও জুনে হতে চলা টি-২০ বিশ্বকাপেও রোহিত, বিরাটদের ওপর আস্থা রাখলেন নির্বাচকরা। আফগান সিরিজে রোহিত-বিরাটদের ফিরিয়ে নির্বাচকরা সাফ বুঝিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজ-আমেরিকা যুক্তরাষ্ট্রে হতে চলা কুড়ি ওভারের ফর্ম্যাটের বিশ্বকাপে তাঁরা খেলবেন। আরও পড়ুন-ফের পেশীতে চোট, শেষবার অস্ট্রেলিয়ান ওপেনে খেলা হচ্ছে না নাদালের!
আফগান সিরিজে চোটের কারণে খেলতে পারছেন না আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে বিশ্বের এক নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব। সূর্যের মত চোটের কারণে নেই ঋতুরাজ গায়কোয়েড়ও। সূর্য, ঋতু-দুজনেই দক্ষিণ আফ্রিকায় চোট পান। চোট না সারায় আফগান সিরিজেও নেই হার্দিক পান্ডিয়া। রশিদ খানদের বিরুদ্ধে টি-২০ সিরিজে স্কোয়াডে রাখা হয়নি কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার ও লখনৌ জায়েন্টসের নেতৃত্ব দেওয়া কেএল রাহুল।
রোহিত, বিরাট-রা ফিরলেও স্কোয়াডে জায়গা পেলেন সুপার ফিনিশার-কেকেআর তারকা রিঙ্কু সিং। আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেয়ে ভাল খেলা তিলক ভর্মাও স্কোয়াডে জায়গা পেলেন। বুমরা, সামি, সিরাজ-দের মত সিনিয়রদের বিশ্রাম দিয়ে কাবুলিওয়ালার দেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে দক্ষিণ আফ্রিকা সফরে দারুণ বল করা আর্শদীপ সিং, আবেশ খান, মুকেশ কুমারদের ওপর ভরসা রাখা হল। রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল-রা সুযোগ পেলেন না। স্পিনার-অলরাউন্ডার হিসেবে জায়গা পেলেন ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল। স্পেশালিস্ট স্পিনার হিসেবে থাকলেন কুলদীপ যাদব ও রবি বিষ্ণুই। পেসার-অলরাউন্ডার হিসেবে জায়গা পেলেন শিবম দুবে। সঞ্জু স্য়ামসনের সঙ্গে স্পেশালিস্ট উইকেটকিপার-ব্যাটার হিসেবে থাকলেন জিতেশ শর্মা।
আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে ঘোষিত ভারতীয় দল-
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণুই, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, আবেশ খান, মুকেশ কুমার।
ভারত-আফগানিস্তান টি-২০ সিরিজের ক্রীড়াসূচি
প্রথম ম্যাচ: ১১ জানুয়ারি- মোহালি
দ্বিতীয় ম্যাচ: ১৪ জানুয়ারি- ইন্দোর
তৃতীয় ম্যাচ: ১৭ জানুয়ারি- বেঙ্গালুরু
(তিনটি ম্যাচই ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে)
খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে। জিও সিনেমা অ্যাপের মাধ্যমে বিনামূল্যে সম্প্রচারিত হবে ম্যাচ।