Roger Federer vs Novak Djokovic, Australian Open 2020 Free Live Streaming: রজার ফেডেরার বনাম নোভাক জকোভিচ, কোথায় দেখবেন লাইভ ম্যাচ? কোথায় মিলবে বিনামূল্যে অনলাইনে ম্যাচ দেখার সুযোগ?
রজার ফেডেরার বনাম নোভাক জকোভিচ

সিডনি, ৩০ জানুয়ারি: Roger Federer vs Novak Djokovic-অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open 2020) পুরুষদের সিঙ্গলসে প্রথম সেমিফাইনালে মুখোমুখি রজার ফেডেরার বনাম নোভাক জকোভিচ। বিশ্বের তিন নম্বর রজার ফেডেরার লড়াই করবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জকোভিচের সঙ্গে। টেনিস ভক্তরা যদি এই ম্যাচ কোন চ্যানেলে ও কোথায় অনলাইনে দেখার বিষয়ে বিস্তারিত জানতে চান, তবে নীচের প্রতিবেদনটি পড়ে ফেলুন।

অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসে প্রথম সেমিফাইনাল কখন, কোথায় হবে?

অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসে প্রথম সেমিফাইনাল খেলাটি হবে রড লাভের এরিনাতে। ভারতীয় সময় আজ দুপুর ২টো থেকে ম্যাচটি শুরু হওয়ার কথা। আরও পড়ুন: Rohit Sharma: বিশ্বে দ্বিতীয় দ্রুততম, ওপেনার হিসেবে ১০,০০০ রানের মাইলস্টোন ছুঁলেন রোহিত শর্মা

রজার ফেডেরার বনাম নোভাক জকোভিচের ম্যাচ কোন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে?

সোনি পিকচার্স অস্ট্রেলিয়ান ওপেনের অফিশিয়াল ব্রডকাস্টার। তাই সোনি বিভিন্ন চ্যানেল যেমন-সোনি সিক্স, সোনি টেন ২, সোনি সিক্স এইচডি, সোনি টেন ২ এইচডি চ্যানেলে এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে।

কোথায় বিনামূল্যে এই ম্যাচের অনলাইন স্ট্রিমিং পাওয়া যাবে?

সোনিলিভ অ্যাপে এই ম্যাচ অনলাইনে দেখা যাবে। এছাড়াও সোনি লিভের অফিশিয়াল ওয়েবসাইটেও খেলার লাইভ অ্যাকশন দেখা যাবে।