‘আমার মনে হয়েছিল এই পৃথিবীতে আমার সময় শেষ হয়ে গেছে...' ঋষভ পন্থ (Rishabh Pant) তার ভয়াবহ গাড়ি দুর্ঘটনার গল্প বর্ণনা করলেন। ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ ২০২২ সালের ডিসেম্বর মাসে দিল্লি থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। আগুনে পুড়ে যায় তাঁর গাড়িটি। কোনওমতে প্রাণে বেঁচেছিলেন তারকা ক্রিকেটার ঋষভ পন্থ। তাঁর বাম হাতটি গুরুতরভাবে পুড়ে যায়, তাঁকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে কয়েকটি অস্ত্রোপচার করা হয়। মুম্বইতে চিকিৎসার পর পন্থ সুস্থ হয়ে উঠেছেন।
বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে ঋষভ পন্থের অধ্যবসায় এবং দুর্ঘটনার বিষয়ে নিজের চিন্তাভাবনা বর্ণনা করলেন ঋষভ পন্থ। আগামী বৃহষ্পতিবার, ১ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৭টা এবং রাত ১০টায়, এবং ২ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১০:১৫ মিনিটে স্টার স্পোর্টসের ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন।
দেখুন
Rishabh Pant’s Perseverance Through Adversity & Road To Recovery
Watch as he narrates and describes his journey towards glory, for the FIRST TIME!
Thu 1st Feb, 7 PM and 10 PM, and on Fri 2nd Feb, 10:15 PM - and LIVE on 1st Feb at 7:30 PM on our YouTube channel! pic.twitter.com/rXJTwd36vb
— Star Sports (@StarSportsIndia) January 29, 2024