Pant Run Out. (Photo Credits: X)

Most Run-Outs in Test: লর্ডস টেস্টের প্রথম ইনিংসে অনবদ্য ইনিংস খেলে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন ঋষভ পন্থ। ইংল্যান্ডে আরও একটি সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন পন্থে। লাঞ্চের ঠিক আগে জো রুটের বলে তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে ব্যক্তিগত ৭৪ রানে পন্থ রান আউট হলেন। টেস্টে এদিন লর্ডসে নিয়ে পন্থ মোট তিনবার রান আউট হলেন। এর আগে তিনি ২০২০ সালে ওয়েলিংটন টেস্টে ১৯ রানে ব্যাট করার সময় রান আউট হন। তারপর গত বছর পুণে টেস্টে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শূন্য রানে রান আউট হন পন্থ।

দেখুন পন্থের রান আউট

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশিবার রান আউট হওয়া প্রথম পাঁচ ব্যাটসম্যানের তালিকা--

৫) থিলান সমরাবীরা (শ্রীলঙ্কা) : ১১ বার

ম্যাচ: ৮১, ইনিংস: ১৩২

শ্রীলঙ্কার মিডল-অর্ডার ব্যাটসম্যান সমরবীরা ৫,৪৬২ রান করলেও, রানিংয়ের ভুল বিচারের কারণে ১১ বার রান-আউট হন।

৪) ম্যাথু হেডেন (অস্ট্রেলিয়া): ১২ বার

ম্যাচ: ১০৩, ইনিংস: ১৮৪

অস্ট্রেলিয়ার বাঁ-হাতি তারকা ওপেনার হেডেন ৮,৬২৫ রান করেন ৫০.৭৪ গড়ে। তিনি ১২ বার রান-আউট হন, যা তার আক্রমণাত্মক স্টাইল আর জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে পার্টনারশিপের ফল। তার রান-আউটের হার ৬.৫২%, বর্ডারের চেয়ে বেশি।

৩) অ্যালান বর্ডার (অস্ট্রেলিয়া): ১২ বার

ম্যাচ: ১৫৬, ইনিংস: ২৬৫

টেস্টে ১১,১৭৪ রান করা বর্ডার হেডেনের সমান ১২ বার রান-আউট হন। তার রান-আউটের হার ৪.৫৩%।

২) রাহুল দ্রাবিড় (ভারত): ১৩ বার

ম্যাচ: ১৬৪, ইনিংস: ২৮৬

ভারতীয় ক্রিকেটের‘দ্য ওয়াল’ নামে পরিচিত দ্রাবিড়ের শান্ত ব্যাটিংয়ের জন্য খ্যাতি থাকলেও, দীর্ঘ ক্যারিয়ার আর ঘন ঘন পার্টনারশিপের কারণে তিনি ১৩ বার রান-আউট হন। তার রান-আউটের হার ৪.৫৫%।

১) রিকি পন্টিং (অস্ট্রেলিয়া): ১৫ বার

ম্যাচ: ১৬৮, ইনিংস: ২৮৭

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশিবার রান আউট হওয়ার নজির আছেন পন্টিংয়ের। তিনে নেমে পন্টিং অনেক সময়ই ঝুঁকিপূর্ণ সিঙ্গল নিতেন। অসাধারণ ফিল্ডার, উইকেটের মাঝে দৌড়তে পারতেন দারুণ। তবু রেকর্ডবার টেস্টে রান আউট হন প্রাক্তন অজি অধিনায়ক।