Richa Ghosh: প্রথম বাঙালি ক্রিকেটার হিসাবে দেশের জার্সিতে বিশ্বকাপ জেতার নজির গড়েছেন বাংলার রিচা ঘোষ। গতকাল, নবি মুম্বইয়ে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় ভারত। আর হরমনপ্রীতদের বিশ্বচ্যাম্পিয়ন দলে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শিলিগুড়ির উইকেটকিপার-ব্যাটার ২২ বছরের রিচা। সৌরভ গঙ্গোপাধ্যায়ও যেটা পারেননি, সেটাই করে দেখিয়েছে রিচা। জিতেছেন বিশ্বকাপ। মাত্র ২২ বছর বয়সে রিচা বাইশ গজের খেলায় যে সাফল্য পেয়েছেন সেটা শুনলে মাথা ঘুরে যাওয়ার কথা।
দেশের হয়ে এখনও পর্যন্ত ৫১টি ওয়ানডে, ৬৭টি আন্তর্জাতিক টি-২০, ২টি টেস্ট , ২৬টি WPL ম্যাচ খেলেছেন
রিচা দু'দুটো বিশ্বকাপ জিতে ফেলেছেন এর মধ্যেই, একটা সিনিয়র দলের হয়ে, আর একটা অনুর্ধ্ব ১৯ জাতীয় দলে খেলে। পাশাপাশি রিচা জিতেছেন মহিলাদের 'আইপিএল'ডব্লুপিএলও। এখানেই শেষ নয়, এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতীয় সিনিয়র মহিলা দলের গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন বাঙলার এই তারকা উইকেটকিপার-ব্যাটার। ও হ্যাঁ, এশিয়া কাপও জিতে ফেলেছেন তিনি। কমনওয়েলথ গেমসে রুপোও আছে রিচার।
রিচার বড় সাফল্য
- Won Cricket World Cup.
- Won the U19 World Cup.
- Won the WPL.
- Won Gold Medal in Asian Games.
- Won Silver Medal in CWG.
- Won Asia Cup.
22 YEARS OLD RICHA GHOSH - A BORN WINNER, THE STAR. 🏆🌟 pic.twitter.com/TpcOVKOg9f
— Tanuj (@ImTanujSingh) November 3, 2025
এক নজরে দেখুন ২২ গজে রিচার সাফ্যলের গাঁথা
১) ২০২৫ সালে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে জয়।।
২) ২০২৩ সালে তরুণীদের টি-২০ বিশ্বকাপ জয়।।
৩) ২০২৪ সালে ডব্লুপিএল চ্যাম্পিয়ন (আরসিবি-র হয়ে)।।
৪) ২০২২ সালে এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতীয় মহিলা দলের সদস্য।।
৫) ২০২২ সালে এশিয়া কাপ চ্যাম্পিয়ন।।
৬) ২০২২ সালে কমনওয়েলথ গেমসে রুপো জয়ী দলের সদস্য।।