উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League 2022-23) কোয়ার্টার ফাইনালে বেশ কয়েকটি মুখরোচক দ্বৈরথের কাউন্টডাউন শুরু হয়ে গেল। শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগের ড্র-য়ের পর ঠিক হয়ে গেল কোয়ার্টার ফাইনালে কোন ক্লাব কাদের বিরুদ্ধে খেলবে। সেমিফাইনালে ওঠার সবচেয়ে মুখরোচক দ্বৈরথটা হতে চলেছে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন ক্লাব ম্যানচেস্টার সিটি ও জার্মানির সেরা বায়ার্ন মিউনিখের মধ্যে। মেসি, এমবাপেদের পিএসজি-কে হারিয়ে শেষ আটে উঠেছে বায়ার্ন। অন্যদিকে, গতবারের চ্যাম্পিয়ন স্পেনের রিয়াল মাদ্রিদ খেলবে প্রিমিয়র লিগে একেবারে খারাপ ফর্মে থাকা চেলসির বিরুদ্ধে। ইংল্যান্ডের দুই ক্লাব বেশ কঠিন প্রতিপক্ষ পেল কোয়ার্টার ফাইনালে।
কোয়ার্টার ফাইনালে ইতালিয়ান ডার্বিতে লড়তে দেখা যাবে এসি মিলান ও নাপোলি। সেমিতে ওঠার লড়়াইয়ে পর্তুগালের বেনফিকার বিরুদ্ধে খেলবে ইতালির ইন্টার মিলান। আগামী ১১ ও ১২ এপ্রিল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলাগুলি হবে। এরপর ১৮ ও ১৯ এপ্রিল হবে দ্বিতীয় লেগের খেলা। আরও পড়ুন-ওয়াংখেড়েতে আগুন সামি-সিরাজদের, অজিরা অল আউট ৩৫.৪ ওভারে ১৮৮ রানেই
কোয়ার্টার ফাইনাল লাইনআপ
রিয়াল মাদ্রিদ বনাম চেলসি
বেনফিকা বনাম ইন্টার মিলান
ম্যানচেস্টার সিটি বনাম বায়ার্ন মিউমিখ
এসি মিলান বনাম নাপোলি
দেখুন টুইট
Real Madrid vs. Chelsea
Benfica vs. Inter
Man City vs. Bayern
AC Milan vs. Napoli
The Champions League quarterfinal draw 😤 #UCLdraw pic.twitter.com/C6XTsTuMGb
— B/R Football (@brfootball) March 17, 2023
পেপ গুয়ার্দিওলাকে কোচ করে আনার পর প্রিমিয়র লিগে দারুণ ধারাবাহিকতা দেখিয়ে বারবার চ্যাম্পিয়ন হলেও, উয়েফ চ্যাম্পিয়ন্স লিগের খেতাব কিন্তু অধরাই থেকে গিয়েছে ম্যানচেস্টার সিটির। গত পাঁচবারের মধ্যে পাঁচবারই শেষ আটে ওঠা ম্যান সিটি এবার ইউরোপের সেরা ফুটবল টুর্নামেন্টের খেতাব জিততে মরিয়া। তবে ৬ বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা বায়ার্নকে হারানোটা বেশ কঠিন হবে সিটির কাছে। প্রি কোয়ার্টার ফাইনালে দু পর্ব মিলিয়ে জার্মানির আরবি লেইপজেগকে ৮-১ গোলে হারিয়ে ছিল সিটি। অন্যদিকে, রিয়ালের শেষ আটের প্রতিপক্ষ চেলসি প্রি কোয়ার্টার ফাইনালে ০-১ গোলে হেরেও দারুণ কায়দায় পরের রাউন্ডে উঠেছে।