মহম্মদ শামি (Photo Credits: PTI/ Twitter)

মুম্বই, ১৭ মার্চ: ওয়াংখেড়েতে আগুন ঝরালেন মহম্মদ সামি, মহম্মদ সিরাজ-রা। সঙ্গে রবীন্দ্র জাদেজাও ভেল্কি দেখালেন। উইকেটের পিছনে অনবদ্য লোকেশ রাহুল। রোহিত শর্মার অনুপস্থিতিতে অসাধারণ অধিনায়কত্ব করলেন হার্দিক পান্ডিয়াও। সব মিলিয়ে টিম ইন্ডিয়ার আগুনে প্রথমে ব্যাট করে মাত্র ৩৫.৪ ওভারে ১৮৮ রানে অল আউট হয়ে গেল অস্ট্রেলিয়া। সিরাজ ১৭ রান দিয়ে ৩টি ও সামি ২৯ রান দিয়ে ৩টি উইকেট নেন। জাদেজা ৪৬ রান দিয়ে দুটি উইকেট নেন। হার্দিক ও কুলদীপ একটি করে উইকেট নেন। একটা সময় ২ উইকেটে ১২৯ থেকে অজিরা তাদের শেষ ৮টা উইকেট হারায় ৫৯ রানের। শেষের দিকে তাসের ঘরের মত ভেঙে পড় স্টিভ স্মিথদের ইনিংস। তিন ম্য়াচের সিরিজে ১-০ এগিয়ে যেতে হলে হার্দিক পান্ডিয়াদের এবার করতে হবে ১৮৯ রান।

ওপেন করতে নেমে ৬৫ বলে ৮১ রানের দুরন্ত ইনিংস খেলা অজি ওপেনার মিচেল মার্শের লড়াইকে দাম দিতে পারলেন না সতীর্থরা। পাঁচ বছর পর ওয়ানডেতে দেশের নেতৃত্ব দেওয়া স্টিভ স্মিথ (২২) সেট হওয়ার মুখে আউট হন। মার্শ আউট হওয়ার পরই একের এক এক অজি ব্যাটররা আয়ারাম গয়রামের সূত্রে ফিরতে থাকেন। আইপিএলে রেকর্ড দামে বিক্রি হওয়া ক্য়ামেরন গ্রিন তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজির মাঠে ১২ রানে আউট হন। ওয়ানডে-তে এখন দুনিয়ার সেরা বোলার মহম্মদ সিরাজ শুরু থেকেই অসাধারণ লাইন-লেন্থে বল করছিলেন। একেবারে শেষ পর্যন্ত তিনি সেই চাপ বজায় রাখেন। মহম্মদ সামি আবারও একবার বুঝিয়ে দিলেন কেন তাঁকে ধারাবাহিকতার দিক থেকে দেশের সেরা পেসার বলা হয়। আরও পড়ুন-ওয়াংখেড়েতে রজনীকান্ত ঢুকতেই হার্দিকদের দাপট, দেখুন ছবিতে

দেখুন টুইট

অজি উইকেটকিপার-ব্যাটার জনি ইংলিশ (২৬)-কে যে ডেলিভারিটায় বোল্ড করলেন সামি তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আরও একবার স্মিথকে ওয়ানডে-তে আউট করলেন হার্দিক পান্ডিয়া। জাদেজা ইনিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্শের উইকেটটি নেন। পাশাপাশি জাড্ডুর বলে আউট হনে গ্লেন ম্যাক্সওয়েল (৮)। কুলদীপ যাদব আউট কপেন মার্নাস লুবশানে (১৫)-কে।