দুবাই, ৯ মার্চ: শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালি টেস্টে ব্যাট হাতে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলার পর, বল হাতে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট তুলে নজির গড়া রবীন্দ্র জাদেজার মুকুটে নয়া পালক। সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট Ranking-এ অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠে এলেন জাদেজা। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার (৩৮২ রেটিং পয়েন্ট)-কে পিছনে ফেলে পাঁচ দিনের ক্রিকেটে অলরাউন্ডারদের সিংহাসনে এখন জাদেজা (৪০৬ রেটিং পয়েন্ট)। এই তালিকায় তিন নম্বরে আছেন রবীচন্দ্রন অশ্বিন(৩২৪)। মোহালি টেস্টে প্রথম ইনিংসে অপরাজিত ১৭৫ রান করার পর প্রথম ইনিংসে জাদেজা ৪১ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন। আর ফলো অন করার পর খেলতে নামা শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে জাদেজা তুলে নিয়েছিলেন ৪৬ রানে ৪ উইকেট।
মোহালি টেস্টে দারুণ ব্যাটিং করা ঋষভ পন্থ পাঁচদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের Ranking-এ প্রথম দশে ঢুকে পড়লেন। টেস্টে ব্যাটাসম্যানদের তালিকায় প্রথম দশজনের মধ্যে এখন তিনজন ভারতীয়- বিরাট কোহলি (৫ নম্বরে), রোহিত শর্মা (৬), ঋষভ পন্থ (১০)। আরও পড়ুন: মহিলাদের বিশ্বকাপে বড় চমক
দেখুন টুইট
Ravindra Jadeja is now the new No.1 Ranked ICC Test All Rounder.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 9, 2022
ব্যাটারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রাখলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান মার্নস লাবুসচানে। বোলারদের তালিকায় প্রথম দশে দু জন ভারতীয়- রবীচন্দ্রন অশ্বিন (২), জশপ্রীত বুমরা (১০)। বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স।