মহিলাদের বিশ্বকাপে (ICC Women's world cup 2022) চমকে দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল। আয়োজক দেশ নিউ জিল্যান্ডের পর এবার ক্যারিবিয়ান মহিলা দল ৭ রানে হারিয়ে দিল গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। বুধবার ডুনেডিনে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ২২৫ রান। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ২১৮ রানে অল আউট হয়ে যায়। মহিলাদের আইসিসি বিশ্বকাপে এই প্রথম ইংল্যান্ডকে হারাল ওয়েস্ট ইন্ডিজ।
চলতি মহিলাদের বিশ্বকাপে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপই খাতায় কলমে সবচেয়ে মজবুত। কিন্তু ক্যারিবিয়ান বোলাররা হেথার নাইট, ড্যানি ওয়াটদের দাঁড়াতেই দেননি। প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডকে নাটকীয় শেষ ওভারে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আর পরপর দুটো ম্যাচে হেরে বিপাকে ইংল্যান্ড।
দেখুন টুইট
WEST INDIES WIN BY 7 RUNS! 👏
What a nail-biting finish. Incredible! 🔥#CWC22 pic.twitter.com/izEGqaZSaI
— ICC (@ICC) March 9, 2022
পরপর দুটো খেলায় জিতে দু ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে অস্ট্রেলিয়াকে ধরে ফেলল ওয়েস্ট ইন্ডিজ। ভারতের ওপর চাপ বাড়ল। কারণ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউ জিল্যান্ডের মত ভারতকেই সেমিফাইনালে ওঠার ব্যাপারে ফেভারিট ধরা হচ্ছিল। কিন্তু সেই সেরা চারের লড়াইয়ে দারুণভাবে ঢুকে পড়ল ওয়েস্ট ইন্ডিজ। আগামিকাল, বৃহস্পতিবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত।