টোকিও অলিম্পিকে রুপো জয়ী কুস্তিগীর রবি কুমার দাহিয়া (Ravi Kumar Dahiya) ফের বড় সাফল্য। মঙ্গোলিয়ার উলানবাতারে আয়োজিত এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম সোনার পদকটা জিতলেন রবি কুমার দাহিয়া। ফ্রি স্টাইলের ৫৭ কেজি বিভাগের ফাইনালে কাজাকাস্তানের কুস্তিগীরকে ১২-২ হারিয়ে সোনা জিতলেন রবি। এর আগে চলতি এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারত দুটি রুপো ও আটটি ব্রোঞ্জ জিতেছে। রবী সোনা জেতায় পদক তালিকায় প্রথম পাঁচে উঠে এল ভারত। কুস্তিতে এশিয়ার সুপার পাওয়ার দেশ জাপান ৮টি সোনা সহ মোট ১৫টি পদক জিতে পদক তালিকায় শীর্ষে আছে। হরিয়ানার সোনিপতের কুস্তিগীর রবী কুমার দাহিয়া এর আগে অলিম্পিকে পদক জয়ের পাশাপাশি বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন।
পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইলের মত মহিলাদের ৫৭ কেজিতেও পদক জিতেছে ভারত। তবে রবীর মত সোনা নয়, রুপো জেতেন অনশু মালিক।
দেখুন টুইট
News Flash:
Ravi Kumar Dahiya wins 1st GOLD medal (FS 57kg) for India in Asian Wrestling Championships at Mongolia after comprehensively beating Kazakh wrestler 12-2 in Final. #WrestleUlaanbaatar pic.twitter.com/8vPrkL1mY1
— India_AllSports (@India_AllSports) April 23, 2022
আজ, শনিবার এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিন। ১৯ তারিখ থেকে শুরু হয়েছে টুর্নামেন্ট। আগামিকাল, রবিরার টুর্নামেন্টের শেষদিন।