জাপানকে ১০ উইকেটে হারাল ভারত (Photo Credits: Twitter/@cricketworldcup)

মুম্বই, ২৬ জুন: তাঁকে এখন দেশের সবচেয়ে বড় প্রতিশ্রুতিবান লেগ স্পিনার হিসেবে ধরা হচ্ছে। আইপিএলে চমকপ্রদ পারফরম্যান্স করে জাতীয় দলের দরজাও খুলেছেন। রবি বিষ্ণোই (Ravi Bishnoi ) দেশের হয়ে দশটি টি টোয়েন্টি ও একটি ওয়ানডে খেলেছেন। এবার জাতীয় দলে নিজের স্থান পাকা করতে নিজের রাজ্য রাজস্থান ছেড়ে গুজরাটের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নিলেন রবি বিষ্ণোই।

রাজস্থানের হয়ে খেললে ঘরোয়া ক্রিকেটে কম ম্যাচ খেলার সুযোগ পাওয়া যাবে। কারণ রঞ্জি, বা বিজয় হাজারে ট্রফিতে রাজস্থানের দল তেমন শক্তিশালী নয় তাই তিনি নরেন্দ্র মোদীর রাজ্যের হয়ে খেলার সিদ্ধান্ত নিলেন।

দেখুন টুইট

২২ বছরের তারকা লেগ স্পিনার এবার রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি , সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে গুজরাটের হয়ে খেলবেন। ২০১১, ও ১২-তে টানা দুবার রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান। গুজরাট তাদের প্রথম রঞ্জি ট্রফি জেতে ২০১৭ সালে।