বার্মিংহ্যাম, ৮ অগাস্ট: অবশেষে কমনওয়েলথ গেমসের সিঙ্গলসে সোনার খরা কাটালেন পিভি সিন্ধু (PV Sindhu)। ২০১৪ গ্লাসগো গেমসে ব্রোঞ্জ, ২০১৮ গোল্ডকোস্টে রুপোর পর ২০২২ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে সোনা জিতলেন সিন্ধু। ফাইনালে কানাডার মিচেল লি-কে ২১-১৫, ২১-১৩ এ হারিয়ে চলতি গেমসে ভারতকে ১৯তম সোনার পদক এনে দিলেন হায়দরাবাদের মহাতারকা শাটলার। ২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েলথে অবশ্য মিক্সড টিম বিভাগে সোনা জিতেছিলেন সিন্ধু।
গত বছর টোকিও অলিম্পিকের ফাইনালে হেরেছিলেন সিন্ধু। তবে এবার ফাইনালের গাঁট ছাড়ালেন তিনি। অভিজ্ঞতা কাজে লাগিয়ে সহজেই বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন সিন্ধু। চলতি বার্মিংহ্যাম গেমসে ব্যাডমিন্টন থেকে ভারত ইতিমধ্যেই একটি সোনা, ১টি রুপো ও ২টি ব্রোঞ্জ জিতে ফেলেছে।
দেখুন ফল
GOLD 🥇 FOR INDIA 🇮🇳
PV Sindhu beat Canada's Michelle Li 21-15, 21-13 in the Women's Singles FINAL 🏸#TeamIndia | #Cheer4India | #B2022 | #CWG2022 pic.twitter.com/lE364Tvcvl
— Doordarshan Sports (@ddsportschannel) August 8, 2022
এবার পুরুষদের সিঙ্গলসের ফাইনালে নামছেন লক্ষ্য সেন। তারপর পুরুষদের ডবলসের ফাইনালে নামবেন চিরাগ শেঠি-সাত্যকসিরাজ রানকিরিড্ডি। সব মিলিয়ে দেশের শাটলাররা বার্মিংহ্যামে মাতিয়ে দিলেন। আরও পড়ুন- ৪১-এর রজার ফেডেরার এখনও তরুণ, ২০ থেকে ২১-র স্বপ্ন আজও আছে
দেখুন টুইট
Yesss!! After a 🥉in 2014 and a🥈in 2018, @Pvsindhu1 finally gets 🥇& becomes a CWG Champion. Literally hobbling on 1 leg. Congrats Champion. What a brave performance. Just so proud 🇮🇳🏸 pic.twitter.com/LCFXuNJN3M
— Viren Rasquinha (@virenrasquinha) August 8, 2022
তবে কমনওয়েলেথে সিঙ্গলসে এই প্রথম সোনা জয়। সিন্ধুর ক্যাবিনেটে এখন দুটো অলিম্পিক পদক, একটা সোনা সহ পাঁচটা বিশ্বচ্যাম্পিয়নশিপের পদক, একটা সোনা সহ সিঙ্গলসে তিনটি পদক, এশিয়ান গেমসে দুটি পদক।