PV Sindhu: সিঙ্গাপুরে সোনার মেয়ে সিন্ধু, জিতলেন বছরের প্রথম সুপার ৫০০ খেতাব
Sindhu। (File Image)

সিঙ্গাপুর, ১৭ জুলাই: কমনওয়েলথ গেমস শুরুর ঠিক আগে বড় সাফল্য পেলেন ভারতের মহাতারকা শাটলার পিভি সিন্ধু (PV Sindhu)। রবিবার সিঙ্গাপুর ওপেনের ফাইনালে চিনের ওয়াং ঝি ওয়াইকে টানটান ম্যাচে হারিয়ে বছরের প্রথম সুপার ৫০০ সিরিজ খেতাব জিতলেন সিন্ধু। এদিন ফাইনালে প্রথম গেমেসে সিন্ধু জেতেন ২১-৯ । এরপর দ্বিতীয় গেমে দারুণ কামব্যাক করে ২১-১১-তে জেতেন ওয়াং ঝি উই। তৃতীয় তথা নির্ণায়ক গেমে অভিজ্ঞতা ও নিখুঁত টেকনিককে কাজে লাগিয়ে সিন্ধু জেতেন ২১-১৫।

চলতি বছর সিন্ধু এর আগে জিতেছিলেন সৈয়দ মোদী ও সুইস ওপেন। কিন্তু সেগুলি সুপার ৫০০ সিরিজ ছিল না। সুইস ওপেন ছাড়া চলতি বছর বড় বেশিরভাগ টুর্নামেন্টেই সিন্ধু কোয়ার্টার ফাইনালে আটকে যাচ্ছিলেন। যদিও ক মাস আগে ফিলিপিন্সে এশিয়ান ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতেছিলেন সিন্ধু। আরও পড়ুন-বাংলাদেশের হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজের

দেখুন ভিডিও

এবার জোড়া অলিম্পিক পদকজয়ী সিন্ধু নামবেন বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে। গতবার গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে দলগত বিভাগে সোনা ও ব্যক্তিগত বিভাগে রুপো জিতেছিলেন। ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছিলেন সিন্ধু। এবার তাঁর তাঁর সামনে মিশন বার্মিংহ্যাম।