P T Usha First Female President of IOA (Photo Credit: Karishma Singh/ Twitter)

ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (Indian Olympic Association) (আইওএ) প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন কিংবদন্তি পি টি ঊষা (P T Usha) যা দেশের ক্রীড়া প্রশাসনে নতুন যুগের সূচনা করেছে। এশিয়া গেমসে একাধিক সোনাজয়ী ও ১৯৮৪ লস অ্যাঞ্জেলস অলিম্পিকের ৪০০ মিটার হার্ডলসে চতুর্থ স্থানাধিকারী ৫৮ বছর বয়সী ঊষা, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাও-এর (L Nageswara Rao) তত্ত্বাবধানে এই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অলিম্পিকের ৯৫ বছরের ইতিহাসে তিনিই প্রথম অলিম্পিয়ান এবং প্রথম আন্তর্জাতিক পদকজয়ী, যিনি দুই দশক ধরে ভারতীয় ও এশীয় অ্যাথলেটিকসে আধিপত্য বিস্তারের পর ২০০০ সালে আন্তর্জাতিক পদক নিয়ে অবসর নেন।