Lionel Messi. (Photo Credits: Twitter)

বার্সালোনার ট্রফি জেতার রাতে পিএজি- র জার্সিতে হার লিওনেল মেসির। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ক্লাব ফুটবলে ফিরে দ্বিতীয় ম্যাচে হারের দুনিয়ায় ফিরলেন লিওনেল মেসি। রবিবার রাতে লিগা ওয়ানে তারকা খচিত পিএসজিকে ০-১ গোলে হারিয়ে চমকে দিল রেনেস। মেসি, নেইমার, এমবাপে-এই মুহূর্তে দুনিয়ার সেরা তিন ফুটবলার থাকা সত্ত্বেও হেরে গেল পিএসজি। যদি মেসি, নেইমারকে খেলালেও এমবাপেকে শুরুতে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখেন পিএসজি কোচ ক্রিস্টোফে গালতিয়ার। পরে এমবাপেকে নামানো হলে মেসির দুরন্ত পাশ থেকে সহজ গোলের সুযোগ নষ্ট করেন বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা ফরাসি তারকা। সব মিলিয়ে মেসি নিজেও সহজ বেশ কিছু গোলের সুযোগ নষ্ট করলেন। মেসিদের খেলায় ছন্নছাড়া অবস্থা।

ম্যাচের ৬৫ মিনিটে হামারি ত্রাওরের গোলে জিতে ফরাসি লিগে পাঁচে উঠে এল রেনেস। একেবারেই খারাপ খেললেন মেসিরা। আরও পড়ুন-রিয়ালকে হারিয়ে মেসিত্তোর যুগে ট্রফির খরা কাটল, এল ক্লাসিকো জিতে জাভির বার্সায় প্রথম খেতাব

দেখুন টুইট

চলতি লিগা ১-এ  ১৯ ম্যাচে ৪৭ পয়েন্ট পেয়ে পিএসজি এখনও শীর্ষে থাকলেও, মেসিদের ফুটবলের যা হাল তাতে লেন্স (৪৪), মার্সেই (৪২) ধরে ফেলতে পারে।